মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়ে) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও সস্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় ও মাস্টার ট্রেইনার আরশারাফ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা। এসময় শিক্ষক ও কর্মকর্তারা বলেন, পাঁচ দফা দাবি উত্থাপন করেন প্রথম দফা আউটসোর্সিং বাতিল করতে হবে। দ্বিতীয় দফা সকল জনবলকে রাজস্ব ভুক্ত করতে হবে। তৃতীয় দফা কর্মী ও কেয়ারটেকারদের স্কেল ভূক্ত করতে হবে। চতুর্থ দফা শিক্ষকের সম্মানে বৃদ্ধি করতে হবে। এবং পঞ্চম দফা ঈদের পূর্বে প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবলের বকেয়াসহ বেতন ভাতাদি পরিশোধ করতে হবে। পরবর্তীতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকে কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন, মাওলানা আবু সুফিয়ান, মাও: নুরুজ আলী, মাও: সিরাজুল ইসলাম, মাও: মজিবর রহমান, মাও: শিশির আহমদসহ ৩ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়: জি এম কাদের
প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়: জি এম কাদের

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন