দিনাজপুরের হিলিতে তেলবাহী লড়ির নিচে চাপা পড়ে চালকের সহকারী ও তেলের ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের ডাংগাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- চালকের সহকারী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাতখুর এলাকার সুরত আলীর ছেলে রাসেল ইসলাম (৪৫) ও তেলের ব্যবস্থাপক পুরানপৈল এলাকার সাব্বির হোসেন (৪০) এবং ড্রাইভার জাহিদুর নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, রবিবার দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলবাহী লড়ি পার্বতীপুরে তেল নিতে যাচ্ছিলেন। পথে হিলি বিরামপুর আঞ্চলিক সড়কের ডাংগাপাড়া-লোহাচড়ার মাঝামাঝি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের খাদে পড়ে। এতে গাড়িতে থাকা চালকের সহকারী ও তেলের ব্যবস্থাপক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দিনাজপুর থেকে লকার এনে মরদেহ এবং তেলের লড়ি উদ্ধার করা হয়। এইচএ
Source: সময়ের কন্ঠস্বর