হিসাবহীন টাকার ভেতরে শুয়ে আছেন রুনা লায়লা। আবার সেই টাকার জন্যই ছুটছেন তিনি। সাধারণ এক সরকারি চাকরিজীবীর জীবন বদলে যাচ্ছে অদ্ভুত কিছু ঘটনার মধ্য দিয়ে। এমনই টানটান উত্তেজনার গল্প তুলে ধরা হয়েছে ‘জিম্মি’র ট্রেইলারে, যা আড়াই মিনিটজুড়ে দর্শকদের কৌতূহলী করে তুলেছে।শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টায় হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে আশফাক নিপুণ পরিচালিত এই ওয়েব সিরিজের ট্রেইলার। এতে রুনা লায়লা চরিত্রে দেখা যাচ্ছে জয়া আহসানকে। সঙ্গে আছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্ত দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলুসহ আরও অনেকে।মহানগর ও সাবরিনার মতো সিরিজের মাধ্যমে নির্মাতা আশফাক নিপুণ দর্শকদের মুগ্ধ করেছেন। এবার তিনি আসছেন জিম্মি নিয়ে। ট্রেইলার মুক্তির পর তিনি বলেন, আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি, তারা এটি পছন্দ করেছেন। পুরো টিম মিলে চেষ্টা করেছি নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।রুনা লায়লা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুণের সঙ্গে এটি আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ! তিনি যেভাবে যা বলেছেন, আমি তাই করেছি। ট্রেইলারে তার কিছুটা প্রতিফলন নিশ্চয়ই দেখতে পেয়েছেন দর্শক। বাকিটা তাদের ওপর, তারা বলবে রুনাকে কেমন লাগল।’জয়ার বিপরীতে অভিনয় করেছেন ইরেশ যাকের। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘জিম্মি-তে আমার চরিত্রটা বেশ মজার। আগেই কিছু বলতে চাই না। দর্শক পুরো সিরিজ দেখলেই বুঝতে পারবে। আর পরিচালক নিপুণ এমনভাবে প্রতিটি চরিত্র গড়ে তোলেন যে তা দর্শকের মনে দাগ কাটবেই।’বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, ‘পরিচালক নিপুণের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমাকে এমন চরিত্রে কাস্ট করেছেন, যা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে। সহশিল্পী জয়া, ইরেশসহ সবাই কাজটাকে সহজ ও স্মরণীয় করে তুলেছেন।’এখন অপেক্ষা ২৮ মার্চের, ঈদ উপলক্ষে হইচই-তে এদিন মুক্তি পাবে সিরিজটি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকালে শপথ, দুপুরে অপসারণ
সকালে শপথ, দুপুরে অপসারণ

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে জয় পেয়েও শপথ নিতে পারেননি বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন। আদালতের নিষেধাজ্ঞা শেষে Read more

ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী
ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী

আব্দুর রহমান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ২০০৮-০৯ অর্থবছরে সরকার গঠনের সময় ইলিশের উৎপাদন ছিল ২ দশমিক ৯৯ লাখ মেট্রিক Read more

একটি রাস্তার কারণে দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
একটি রাস্তার কারণে দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

সারাদেশে গ্রাম পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ছড়িয়ে পড়লেও গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি মাটির রাস্তার চিত্র একেবারেই ভিন্ন। ঘাগুটিয়া ইউনিয়নের খিরাটি পশ্চিম Read more

চীন সফর দেশের কূটনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অংশ হয়ে থাকবে 
চীন সফর দেশের কূটনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অংশ হয়ে থাকবে 

আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সমর্থন অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন বলে সংবাদ সম্মেলনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন