পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিলো ভারত। শনিবার (২২ মার্চ) ভারতের অর্থ মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অপরদিকে ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আগামী ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে। দেশের চাহিদা পূরণের বিষয়টি নিশ্চিত করার জন্য ন্যুনতম দর বেঁধে দেওয়া এবং সরাসরি নিষেধাজ্ঞাসহ প্রায় পাঁচ মাসের রপ্তানি নিষেধাজ্ঞার পর এই পদক্ষেপ নিয়েছে ভারত।ডিজিএফটি পেঁয়াজের জন্য ন্যুনতম রপ্তানি মূল্য (এমইপি) প্রতি টন ৫৫০ ডলার নির্ধারণ করেছে। গত বছরের ডিসেম্বরে ভারত সরকার ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখে। রপ্তানি নিষেধাজ্ঞার প্রায় ৫ মাস পর ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশসহ আরও পাঁচটি দেশকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। গত মাসে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ানো হয়।পেঁয়াজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে সরকার গত বছরের ২৮ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টনপ্রতি ন্যুনতম রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করেছিল। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ বাজারে প্রধান সবজির সরবরাহ বাড়াতে গত বছরের আগস্টে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত।অপরদিকে পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয় গত বছরের ১৩ সেপ্টেম্বর থেকে। ভারত বলছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের পাশাপাশি ভোক্তাদের ক্রয়ক্ষমতা বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে গত বছরের ১৩ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে বেঁধে দেওয়া নির্ধারিত মূল্য তুলে নেয় ভারত। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার সারঙ্গি স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি সে দেশের ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের জানানো হয়।২০২৩ সালের ডিসেম্বর থেকে প্রায় ১০ মাস ধরে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপ করে ভারত। সে সময় অভ্যন্তরীণ ঘাটতির আশঙ্কায় পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা হয়। এর মধ্যে বিশ্বজুড়ে পেঁয়াজের দাম বাড়ার পরেও রপ্তানি বন্ধ থাকায় ভারতের কৃষকরা এর সুবিধা পাচ্ছিলেন না। ফলে তারা আন্দোলনে নামেন।কৃষকদের বিক্ষোভের মুখে এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গত বছরের ৪ মে পেঁয়াজ রপ্তানি ক্যাটাগরি নিষিদ্ধ থেকে অবাধ করে কেন্দ্রীয় সরকার। মহারাষ্ট্রের বিধানসভার ভোট সামনে রেখে ১৩ সেপ্টেম্বর রপ্তানি শুল্ক নামানো হয় ২০ শতাংশে। তবে আগামী ১ এপ্রিল থেকেই তা প্রত্যাহার হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতপুরের সেই পিআইওকে শাস্তি দিলো তথ্য কমিশন
দৌলতপুরের সেই পিআইওকে শাস্তি দিলো তথ্য কমিশন

তথ্য প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুর রহমানকে শাস্তি প্রদান করেছে তথ্য কমিশন।

বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর
বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর

অর্থবছরের শুরুতে আমদানি-রপ্তানিকাজে সংশ্লিষ্ট শুল্ককর এখন থেকে অনলাইনে ‘এ-চালান’ এর মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। Read more

সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে যেসব প্রশ্ন রয়ে গেল
সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে যেসব প্রশ্ন রয়ে গেল

বাংলাদেশের নতুন নির্বাচন কমিশন আগামী রোববার শপথ নেয়ার কথা। এবার কমিশন গঠনকে কেন্দ্র করে বিগত বছরগুলোর মতো রাজনৈতিক বিতর্ক দেখা Read more

পররাষ্ট্রমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন