কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মুমুুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।  নিহত আশিক খাঁ (২২)  মুমুুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে।ঘটনার পরে নিহতের লাশ নিয়ে উপজেলা সদরে বিচার চেয়ে এক প্রতিবাদ মিছিল বের করা হয়৷ জানা যায়, চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজেট এডহক কমিটি নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী এ্যাটর্নী জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত ১০ গুরুতর  আহত হয়। এর মধ্যে আশিক খাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর  আহত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়ত হোসেন রঞ্জন মিয়াকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম হাসপালে ভর্তি করা হয়। আহত বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন৷ এর আগে শনিবার দুপুরে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে নাম নিয়ে অভিযোগের ভিত্তিতে ঢাকা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক লোকমান মুন্সী ও সেকশন অফিসার আহাদ খানের নেতৃত্বে একটি তদন্ত টিম প্রতিষ্ঠানে আসে। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী ও ওসি তদন্তের উপস্থিতে স্কুল মাঠে তদন্তের কাজ শুরু করে। একটি পক্ষের নাম নিয়ে  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও উপজেলা বিএনপির সহ সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হলে এক পর্যায়ে  সংঘর্ষ হয়। কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন সময়ের কন্ঠস্বরকে বলেন, কেউ ব্যাক্তিগত স্বার্থের জন্য দলের নাম নিয়ে কোন অপকর্মে লিপ্ত হলে দল তার দায় নিবেনা৷ এই ঘটনায় যারাই জড়িত থাকুক আমরা তার বিচার চাই এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত হাবিবুল্লাহ খান বলেন, এ ঘটনায় এ্যাডভোকেট আলী হায়দার ও হান্নান নামে দুজনকে আটক করা হয়েছে। আইনি পদক্ষেপ চলমান রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে৷ হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন একজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিভ টু আপিল খারিজ, ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় বহাল
লিভ টু আপিল খারিজ, ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় বহাল

বয়সের নিয়ম না মানার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে দেওয়া Read more

এসএমইতে ক্রাফটসম্যান ফুটওয়্যার কোম্পানির লেনদেন শুরু
এসএমইতে ক্রাফটসম্যান ফুটওয়্যার কোম্পানির লেনদেন শুরু

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত নতুন কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের শেয়ারের লেনদেন বৃহস্পতিবার (১৬ মে) থেকে শুরু হয়েছে।

নিখোঁজের চারদিন পর মিললো গৃহবধূর মাটিচাপা মরদেহ
নিখোঁজের চারদিন পর মিললো গৃহবধূর মাটিচাপা মরদেহ

ঢাকার সাভারে নিখোঁজের চার দিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন