প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও সৌদি রিয়াল চুরির মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার শাখারিয়া-আমখোলা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির উদ্দিন মোল্লাকে (৪৭) আটক করে। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছৈলা বুনিয়া গ্রামের আতাহার মোল্লার ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চম্পা বেগম তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। অভিযুক্ত নাসির উদ্দিন তার দ্বিতীয় স্বামী। তিনি মাঝে মাঝেই স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন এবং অবস্থান করতেন। ২০২৪ সালের ২২ নভেম্বর তিনি চম্পা বেগমের বাড়িতে আসেন এবং কয়েকদিন অবস্থান করেন। ২৬ নভেম্বর চলে যাওয়ার পর চম্পা বেগম দেখতে পান, তার মেয়ের কক্ষের আলমারির ড্রয়ার ভাঙা। সেখান থেকে স্বর্ণের হার, চেইন, কানের দুলসহ অন্যান্য স্বর্ণালংকার, ডায়মন্ড গয়না এবং সৌদি ৪০ হাজার রিয়াল খোয়া গেছে, যার মোট মূল্য প্রায় ৫৮ লাখ টাকা। পরে চম্পা বেগম এ বিষয়ে তার মেয়েকে জানালে তিনি নাসির উদ্দিনকে ফোন করে জিজ্ঞাসাবাদ করেন। তখন নাসির উদ্দিন চুরি করা স্বর্ণালংকার ও রিয়াল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তীতে তা আর ফেরত না দেওয়ায় চম্পা বেগম ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।মামলাটি (নং-৮/২০২৪) দণ্ডবিধির ৩৮০/১০৯ ধারায় রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র‍্যাব-৮ কে অনুরোধ জানালে তারা অভিযানে নামে এবং তাকে গ্রেফতার করে। এদিকে গ্রেফতারকৃত নাসির উদ্দিনকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,”এটি একটি আলোচিত চুরির মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট তাকে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিগারেটের ধোঁয়া ছাড়তে নিষেধ করায় হামলা, নার্স-পুলিশসহ আহত ৫
সিগারেটের ধোঁয়া ছাড়তে নিষেধ করায় হামলা, নার্স-পুলিশসহ আহত ৫

সিগারেটের ধোঁয়া ছাড়তে নিষেধ করা নিয়ে বাগবিতণ্ডার জেরে সিলেটে দুই দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ জন Read more

সর্বোচ্চ উইকেট, তবুও কেন পার্পল ক্যাপ পেলেন না মোস্তাফিজ
সর্বোচ্চ উইকেট, তবুও কেন পার্পল ক্যাপ পেলেন না মোস্তাফিজ

আইপিএলের এবারের আসরে মোস্তাফিজুর রহমানের যাত্রাটা শুরুহয়েছিল দারুণভাবে। দখল করেছিলেন সর্বোচ্চ উইকেট শিকারির স্মারক পার্পল ক্যাপ।

মায়ের সঙ্গে খুন: এখনও শিশু রাফির কাটা মাথার খোঁজ মেলেনি
মায়ের সঙ্গে খুন: এখনও শিশু রাফির কাটা মাথার খোঁজ মেলেনি

বগুড়ায় মায়ের সঙ্গে খুন হওয়া শিশু আবদুল্লাহ হেল রাফির (১১ মাস) কাটা মাথার খোঁজ এখনও মেলেনি। সোমবার (৩ জুন) দুপুর Read more

মাছ ধরতে নেমে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
মাছ ধরতে নেমে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

‘পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে’
‘পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে’

মন্ত্রী বলেন, সরকার এককভাবে কিছু করতে পারবে না, সবাইকে নিয়ে কাজ করতে হবে। নির্বাচনের আগে যারা বর্জ্য ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিয়েছিলেন Read more

সংবাদপত্রের স্বাধীনতার উপর রাজনৈতিক আক্রমণ বেড়েছে
সংবাদপত্রের স্বাধীনতার উপর রাজনৈতিক আক্রমণ বেড়েছে

সাংবাদিকদের আটক, স্বাধীন সংবাদমাধ্যমগুলোর ওপর দমন-পীড়ন এবং ভুল তথ্যের ব্যাপক প্রচারসহ সংবাদপত্রের স্বাধীনতার উপর রাজনৈতিক আক্রমণ ২০২৩ সালে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন