প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও সৌদি রিয়াল চুরির মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার শাখারিয়া-আমখোলা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির উদ্দিন মোল্লাকে (৪৭) আটক করে। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছৈলা বুনিয়া গ্রামের আতাহার মোল্লার ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চম্পা বেগম তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। অভিযুক্ত নাসির উদ্দিন তার দ্বিতীয় স্বামী। তিনি মাঝে মাঝেই স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন এবং অবস্থান করতেন। ২০২৪ সালের ২২ নভেম্বর তিনি চম্পা বেগমের বাড়িতে আসেন এবং কয়েকদিন অবস্থান করেন। ২৬ নভেম্বর চলে যাওয়ার পর চম্পা বেগম দেখতে পান, তার মেয়ের কক্ষের আলমারির ড্রয়ার ভাঙা। সেখান থেকে স্বর্ণের হার, চেইন, কানের দুলসহ অন্যান্য স্বর্ণালংকার, ডায়মন্ড গয়না এবং সৌদি ৪০ হাজার রিয়াল খোয়া গেছে, যার মোট মূল্য প্রায় ৫৮ লাখ টাকা। পরে চম্পা বেগম এ বিষয়ে তার মেয়েকে জানালে তিনি নাসির উদ্দিনকে ফোন করে জিজ্ঞাসাবাদ করেন। তখন নাসির উদ্দিন চুরি করা স্বর্ণালংকার ও রিয়াল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তীতে তা আর ফেরত না দেওয়ায় চম্পা বেগম ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।মামলাটি (নং-৮/২০২৪) দণ্ডবিধির ৩৮০/১০৯ ধারায় রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র‍্যাব-৮ কে অনুরোধ জানালে তারা অভিযানে নামে এবং তাকে গ্রেফতার করে। এদিকে গ্রেফতারকৃত নাসির উদ্দিনকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,”এটি একটি আলোচিত চুরির মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট তাকে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জার্মানির নির্বাচনে রক্ষণশীলদের জয়, কট্টর ডানপন্থীরা দ্বিতীয় অবস্থানে
জার্মানির নির্বাচনে রক্ষণশীলদের জয়, কট্টর ডানপন্থীরা দ্বিতীয় অবস্থানে

বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, নির্বাচনের ফল তাদের জন্য তিক্ত পরাজয় নিয়ে এসেছে এবং তিনি কোয়ালিশন সরকার গঠনের বিষয়ে কোন Read more

সারা আলী খানকে সতর্ক করলো অনন্যা
সারা আলী খানকে সতর্ক করলো অনন্যা

অনুরাগ বসুর জন্মদিনের পার্টিতে আদিত্য রায় কাপুরের সঙ্গে সারা আলি খানের উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। 

‘আমরা চাই বিএনপি ঘুরে দাঁড়াক, কিন্তু তারা ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হচ্ছে’ 
‘আমরা চাই বিএনপি ঘুরে দাঁড়াক, কিন্তু তারা ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হচ্ছে’ 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা চাই বিএনপি ঘুরে দাঁড়াক। কিন্তু তারা ক্রমাগত নিজেরাই Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আজও রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কোটা আন্দোলনকারীরা।

পনির পাকোড়া
পনির পাকোড়া

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন