পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতেকাফে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রচার বিভাগের একটি সূত্র।পবিত্র ঈদুল ফিতরের চাঁদ (আরবী শাওয়াল মাসের চাঁদ) দেখা পর্যন্ত তিনি ইতিকাফে থাকবেন। রোজা ২৯টি হলে ৩০ তারিখ পর্যন্ত আর রোজা ৩০টি হলে ৩১ তারিখ পর্যন্ত ইতিকাফে থাকবেন তিনি।সাধারণত মুসলিমরা পবিত্র রমজান মাসের শেষ দশকে সিয়াম সাধনার পাশাপাশি অধিকতর আত্মশুদ্ধির জন্য ইতেকাফে বসে থাকেন। এসময়টিতে ইতেকাফে থাকা ব্যক্তি দুনিয়ার অন্যান্য সকল কাজ-কর্ম বাদ দিয়ে শুধুমাত্র ইবাদাত ও জিকির আযকারে মশগুল থাকেন। ইতেকাফের গুরুত্ব: ২০ রমজানুল মুবারক সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে ২৯ অথবা ৩০ রমজান অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ দেখার সূর্যাস্ত পর্যন্ত পুরুষদের জন্য মসজিদে এবং নারীদের জন্য নিজ গৃহে নামাজের নির্ধারিত স্থানে নিয়মিত একাধারে অবস্থান করাকে ইতেকাফ বলে। রমজানের শেষ দশ দিনের এই ইতেকাফ সুন্নতে মুয়াক্কাদায়ে কেফায়া। অর্থাৎ কোনো বস্তি বা মহল্লার একজনকে হলেও এই ইতেকাফ অবশ্যই করতে হবে। যদি অন্তত কোনো এক ব্যক্তি এই ইতেকাফ করে নেন, তাহলে সারা মহল্লাবাসীর পক্ষ থেকে ইতেকাফ আদায় হবে; কিন্তু মহল্লাবাসীর মধ্যে থেকে কেউ যদি ইতেকাফ আদায় না করেন, তবে এই দায়িত্বের প্রতি অবহেলার কারণে মহল্লাবাসী গুনাহগার হবেন। কাজেই সব মহল্লাবাসীর ওপর এই দায়িত্ব অর্পিত হয় যে, আগে থেকে তারা খোঁজখবর নিয়ে দেখবেন, তাদের এলাকার মসজিদে কেউ ইতেকাফ করবে কিনা। যদি এমন পাওয়া না যায়, তাহলে চিন্তাভবনা ও আলাপ-আলোচনা সাপেক্ষে ইতেকাফে বসাতে হবে। কিন্তু স্মরণ রাখতে হবে, উজরত অর্থাৎ বিনিময় বা পারিশ্রমিক দিয়ে কাউকে ইতেকাফে বসানো জায়েজ নয়। কেননা ইবাদতের উজরত দেওয়া ও নেওয়া উভয়ই শরিয়তের দৃষ্টিতে নাজায়েজ ও হারাম (শামী)। ইতেকাফকারী যেন তার নিজ শরীর ও সমুদয় সময়কে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেন।ইতেকাফ অবস্থায় ইতেকাফকারী সার্বক্ষণিক নামাজের সওয়াব পেয়ে থাকেন। যেহেতু মসজিদ আল্লাহর ঘর, সেহেতু ইতেকাফকারী আল্লাহর প্রতিবেশী বা আল্লাহর ঘরের মেহমান হয়ে যান। ইতেকাফের ফজিলত অনেক বেশি। রমজান মাসের শেষ ১০ দিন ইতেকাফ করলে ২৭ রমজান যদি শবে কদর না-ও হয়, তবু এ ১০ দিনের মধ্যে নির্দিষ্ট শবে কদরের ইবাদত ইতেকাফে আদায় হয়ে যায় এবং এর ফলে কদরের রাতের ফজিলতও লাভ করা যায়।রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যারা অন্তত এক দিন এক রাত ইতেকাফ করবে, তাদেরও জাহান্নামের মাঝখানে এরূপ তিনটি খন্দক আড় হবে, যার প্রত্যেকটির প্রশস্ত হবে ৫০০ বছরের রাস্তা।ইতেকাফ অবস্থায় মানুষ আল্লাহর সম্মুখে এমনভাবে হাজির হয়ে থাকে যে, দুনিয়ার কোনো কিছুর প্রতিই তার খেয়াল থাকে না। তিনি তখন মৃত ব্যক্তির মতোই নিজেকে আল্লাহর মর্জির ওপর সঁপে দেন। মানুষ যতক্ষণ ইতেকাফ অবস্থায় থাকে ততক্ষণ তার প্রতিটি মুহূর্ত ইবাদত হিসেবে লেখা হয়। তার ঘুম, খাওয়া-দাওয়া, প্রতিটি নড়াচড়া পর্যন্ত ইবাদতে গণ্য হয়।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘রাষ্ট্র সংস্কারে’ গবি শিক্ষার্থীদের দিনব্যাপী কর্মসূচি
‘রাষ্ট্র সংস্কারে’ গবি শিক্ষার্থীদের দিনব্যাপী কর্মসূচি

দেশজুড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মোমবাতি জ্বালিয়ে মহাসড়কে কুবি শিক্ষার্থীরা
মোমবাতি জ্বালিয়ে মহাসড়কে কুবি শিক্ষার্থীরা

দিন গড়িয়ে রাত হলেও মহাসড়ক ছাড়েনি কুবি শিক্ষার্থীরা। তারা সেখানে মোমবাতি জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন।

জিম্বাবুয়ে দলে যুক্ত হলেন বাংলাদেশের সাবেক কোচ
জিম্বাবুয়ে দলে যুক্ত হলেন বাংলাদেশের সাবেক কোচ

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপক বাছাইপর্বকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

সিরাজগঞ্জে কোটা আন্দোলন নিয়ে সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে আগুন
সিরাজগঞ্জে কোটা আন্দোলন নিয়ে সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে আগুন

সিরাজগঞ্জে কোটা আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পরে জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা Read more

ধামরাইয়ে হেলে পড়া ভবনটি অবৈধ, প্রকল্পটিই ছিল কৃষি জমিতে 
ধামরাইয়ে হেলে পড়া ভবনটি অবৈধ, প্রকল্পটিই ছিল কৃষি জমিতে 

ঢাকার ধামরাইয়ে ধানসিঁড়ি হাউজিং প্রকল্পটি কৃষি জমিতে গড়ে তোলা হয়েছিল। ওই প্রকল্পে হেলে পড়া চারতলা ভবনটিরও কোনো অনুমোদন ছিল না।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন