বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজধানীর পল্টন থানা শাখার পেশাজীবি বিভাগের সভাপতি এস এম শাহাজাহান সিরাজ বলেছেন, বাংলাদেশের রাজনীতি থেকে জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য বিগত পতিত স্বৈরাচার এমন কোনো কাজ বাকী নাই, যেটা তারা করেনি। শেষপর্যন্ত যুদ্ধাপরাধীর নাটক সাজিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকালে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের ডাকবাংলো সংলগ্ন দলটির দলীয় কার্যালয়ে এক ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম শাহাজাহান সিরাজ বলেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ফরিদপুর জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী।উপজেলা জামায়াতের সেক্রেটারী এস এম হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, পৌর শাখার আমীর ওয়াহিদুল ইসলাম, উপজেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি এস এম রিদওয়ানুন্নবী রিদওয়ান, উপজেলা শাখার দপ্তর সম্পাদক মাওলানা আবুল হাসান, পৌর যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের ও উপজেলা যুব বিভাগের প্রচার সম্পাদক মাওলানা মারুফ শেখ প্রমুখ।এনআই
Source: সময়ের কন্ঠস্বর