মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও মার্কিন সরকারের কর্মদক্ষতাবিষয়ক নতুন দপ্তরের অনানুষ্ঠানিক প্রধান ইলন মাস্কের মালিকানাধীন এক্সের (সাবেক টুইটার) পক্ষ থেকে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দক্ষিণ ভারতের কর্ণাটকের হাইকোর্টে এ মামলা করা হয়েছে। ভারতের বিরুদ্ধে বেআইনিভাবে কনটেন্ট নিয়ন্ত্রণ এবং ইচ্ছেমতো ‘সেন্সরশিপ’ চালানোর অভিযোগ তুলে এ মামলা করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ভারত তার আইসিটি আইনের অপব্যাখ্যা করেছে। বিশেষ করে, আইনের ৭৯(৩)(বি) ধারা যেভাবে ব্যবহার করা হচ্ছে, তা সুপ্রিম কোর্টের একটি রায়কে লঙ্ঘন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনভাবে মতপ্রকাশকেও তা ব্যাহত করছে বলে অভিযোগ এক্সের।মামলায় অভিযোগ করা হয়েছে, সরকার ওই ধারা ব্যবহার করে কনটেন্ট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এটি একটি সমান্তরাল আইনি ব্যবস্থা, যা আইন–বহির্ভূতভাবে তৈরি করা হয়েছে বলে মনে করছে ইলন মাস্কের সংস্থা। কারণ তথ্যপ্রযুক্তি আইনের ৬৯–এ ধারাতে যে কাঠামোগত আইনি সুবিধা অনলাইন পরিষেবা প্রদানকারীদের দেওয়া হয়েছে, তা ভঙ্গ করা হচ্ছে। তবে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বলছে, ৭৯(৩)(বি) ধারা মোতাবেক আদালতে নির্দেশ বা সরকারের নোটিশের ভিত্তিতে অনলাইন প্ল্যাটফর্মকে আইনবহির্ভূত বিষয়বস্তু সরাতে হবে।কোনো অনলাইন প্ল্যাটফর্ম যদি ৩৬ ঘণ্টার মধ্যে এই নির্দেশ মেনে নির্দিষ্ট বিষয়বস্তু সরিয়ে না নেয়, তাহলে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া যাবে। ভারতীয় দণ্ডবিধিতেও ওই প্ল্যাটফর্ম বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলে মনে করছে ভারত সরকার।ঠিক এখানেই ইলন মাস্কের সংস্থার সঙ্গে ভারত সরকারের মতবিরোধ দেখা দিচ্ছে। এক্স মনে করছে, কোনো বিষয়বস্তু নিয়ন্ত্রণ করতে বা তা সরিয়ে দিতে গেলে আদালতের নির্দেশ প্রয়োজন। সরকারের নির্দেশের ভিত্তিতে এই কাজ করা যাবে, এমনটা ভারতের তথ্যপ্রযুক্তি আইনে বলা হয়নি।অবশ্য ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মনে করছে, সরকারের সেই ক্ষমতা রয়েছে। অন্যদিকে এক্স মনে করছে, একমাত্র আদালতেরই সেই ক্ষমতা রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে মানববন্ধন করে নিম্নমানের সড়ক তৈরির কাজ বন্ধের দাবি 
শেরপুরে মানববন্ধন করে নিম্নমানের সড়ক তৈরির কাজ বন্ধের দাবি 

শেরপুরে নিম্নমানের সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

নয়াপল্টনে জড়ো হচ্ছেন শ্রমিকদল নেতারা
নয়াপল্টনে জড়ো হচ্ছেন শ্রমিকদল নেতারা

শ্রমিক সমাবেশ এবং শোভাযাত্রা উপলক্ষে তীব্র রোদের মধ্যে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা।

সমন্বয়কদের নিরাপত্তা ইস্যুতে পুলিশের চিঠি পাঠানো নিয়ে যে প্রশ্ন উঠছে
সমন্বয়কদের নিরাপত্তা ইস্যুতে পুলিশের চিঠি পাঠানো নিয়ে যে প্রশ্ন উঠছে

জাতীয় নাগরিক কমিটি নামে রাজনৈতিক প্ল্যাটফর্মে আত্মপ্রকাশের পরই বিভিন্ন জেলায় সফরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা দিতে পুলিশ সদর দপ্তর Read more

আর্জেন্টিনা নাকি স্পেন: চ্যাম্পিয়ন হয়ে কারা বেশি টাকা পেল
আর্জেন্টিনা নাকি স্পেন: চ্যাম্পিয়ন হয়ে কারা বেশি টাকা পেল

দীর্ঘ এক মাসের লড়াই শেষে পর্দা নেমেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার ২০২৪ সালের আসরের।

নিহত আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 
নিহত আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন