নগরীর সৌন্দর্যবর্ধন ও আধুনিক তথ্যপ্রযুক্তি সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং বাহন লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় চট্টগ্রাম নগরীতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করা হবে, যা ঝুলন্ত তারের বিশৃঙ্খলা দূর করার পাশাপাশি নগরবাসীর জন্য দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করবে।বৃহস্পতিবার (২০ মার্চ) চসিক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং বাহন লিমিটেডের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে মেয়র বলেন, “চট্টগ্রাম শহরকে সত্যিকার অর্থে স্মার্ট নগরে পরিণত করতে আমাদের পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। শহরের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ঝুলন্ত বিদ্যুৎ ও ইন্টারনেট তার নগরের সৌন্দর্য নষ্ট করছে, একইসঙ্গে নাগরিকদের নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করছে। বাহন লিমিটেডের সঙ্গে এই সমঝোতা আমাদের সেই সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক হবে।”বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ন্যাশনাল টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্সপ্রাপ্ত বাহন লিমিটেড চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাজুড়ে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন করবে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে—নগরীর ঝুলন্ত তারের বিশৃঙ্খলা দূর হবে, উন্নত গতির ইন্টারনেট সেবা নিশ্চিত হবে, স্মার্ট নগর পরিকল্পনার আওতায় পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে উঠবে, এবং তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও নগর ব্যবস্থাপনায় টেকসই পরিবর্তন আসবে।মেয়র আরও বলেন, “এই উদ্যোগ শুধু সৌন্দর্যবর্ধনেই ভূমিকা রাখবে না, বরং নগরীর ডিজিটাল পরিকাঠামোকে আরও সুসংহত করবে। চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আমরা চাই, এই নগর ডিজিটাল সুবিধায় সমৃদ্ধ হয়ে একটি প্রযুক্তিনির্ভর স্মার্ট নগরীতে পরিণত হোক।”বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরের আধুনিকায়ন প্রক্রিয়া এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশ্বের উন্নত শহরগুলোর মতো এখানেও ডিজিটাল অবকাঠামোর প্রসার ঘটবে, যা ভবিষ্যতের জন্য একটি টেকসই ভিত্তি তৈরি করবে।চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই শহরকে বিশ্বমানের স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে ‘অপহরণ’ নাটক সাজিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা
টেকনাফে ‘অপহরণ’ নাটক সাজিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা

কক্সবাজারের টেকনাফে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ কৌশলে রোহিঙ্গাদের ‘ভিকটিম’ বানিয়ে একটি অপহরণ নাটক সাজিয়েছে। এই ঘটনায় সাংবাদিকসহ ছয়জনকে Read more

ডিএসইসি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইজিংবিডির আরিফ আহমেদ
ডিএসইসি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইজিংবিডির আরিফ আহমেদ

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে মুক্তাদির অনিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট Read more

বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বাড়ছে: ড্যাব 
বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বাড়ছে: ড্যাব 

দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বুধবার (১৭ এপ্রিল) বিবৃতি দিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব Read more

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বাড়ি ফিরলেন রেজাউল 
সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বাড়ি ফিরলেন রেজাউল 

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে বাড়িতে ফিরেছেন রেজাউল ইসলাম পাইক (৪৮) নামে এক শ্রবণ প্রতিবন্ধী।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন