আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আওয়ামী লীগ নিষিদ্ধেরে ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাখান করে বিক্ষোভ করেছেন একদল সাধারণ শিক্ষার্থী।শুক্রবার (২১ মার্চ) রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসিতে গিয়ে শেষ হয়। এ সময় তারা ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’, ‘আওয়ামী লীগের গতিতে আগুন জ্বালো একসাথে’সহ একাধিক স্লোগান দেন।এসময় শিক্ষার্থীরা বলেন, গত ১৬ বছর ধরে যারা ফ্যাসিবাদ কায়েম করে গুম, হত্যা, নিপীড়ন চালিয়েছে এবং ছাত্র-জনতাকে পাখির মতো শহীদ করেছে তাদের পুনর্বাসন ছাত্র-জনতা মেনে নেবে না। চব্বিশের শহীদদের সাথে কোনো বেঈমানি মেনে নেওয়া হবে না। জুলাইয়ের পর আওয়ামী লীগ তার রাজনীতি করার প্রাসঙ্গিকতা হারিয়েছে। ইনিয়েবিনিয়ে তাদের পুনর্বাসন করা হলে আরেকটা জুলাই হবে।তারা বলেন, জুলাইয়ের আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে কিন্তু এতদিনেও আওয়ামী লীগের বিচার করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। অবিলম্বে আওয়ামী লীগের বিচার করে তাদের নিষিদ্ধ করতে হবে।বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, যেই আওয়ামীলীগ দুই হাজারের মতো মানুষকে হত্যা করেছে, তিরিশ হাজারের বেশি আহত করেছে সেই আওয়ামীলীগের আর রাজনীতি করার কোন অধিকার নেই। অবিলম্বে এই দলকে নিষিদ্ধ করতে হবে, কোন ধরনের গড়িমসি করা চলবে না।এদিন মধ্যরাতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে অভিযোগ করে ফেসবুকে একটি পোস্ট করেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ফিরে আসায় সমঝতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তিনি বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের।এর আগে বৃহস্পতিবার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বৈঠকে রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈষম্যের শিকার হলে সমন্বয়ের আশ্বাস গাজী আশরাফের
বৈষম্যের শিকার হলে সমন্বয়ের আশ্বাস গাজী আশরাফের

সমাজ থেকে বৈষম্য দূর করতে যে আন্দোলন শুরু হয়েছিল তাতে পাল্টে গেছে রাষ্ট্র ব্যবস্থাও।

শুধু ইফতার নয়, মেলবন্ধনের আশাতেই জড়ো হয় প্রিয় মুখগুলো
শুধু ইফতার নয়, মেলবন্ধনের আশাতেই জড়ো হয় প্রিয় মুখগুলো

সূর্য ডুবছে ধীরে, গোধূলির রঙে রাঙা আকাশ। আজানের সুর ভেসে আসে বাতাসে, আর পদ্মার পাড়ে জড়ো হয় বন্ধুত্বের স্রোত। নদীর Read more

‘মা লো মা’ গান নিয়ে বিতর্ক ও কুতর্ক প্রসঙ্গে
‘মা লো মা’ গান নিয়ে বিতর্ক ও কুতর্ক প্রসঙ্গে

কোক স্টুডিও বাংলা থেকে সম্প্রতি প্রকাশ হওয়া ‘মা লো মা ঝি লো ঝি’ গানটির গীতিকারের নাম নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি Read more

ঈদের দিনে মাংসের হাট
ঈদের দিনে মাংসের হাট

আজ সোমবার (১৭ জুন) সারা দেশে উদযাপন করা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের নামাজ Read more

ইবিতে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি 
ইবিতে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের গণরুমে এক নবীন ছাত্রকে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনার সত্যতা পেয়েছে পৃথকভাবে গঠিত দুটি তদন্ত কমিটি।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন