রাজশাহী মহানগরে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসা যুবদল কর্মী মো. শামীম রেজা (হিটলার) এক ভয়াবহ রাজনৈতিক ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়েছেন। নিজের রাজনৈতিক বিশ্বাস ও দলীয় আদর্শে অবিচল থাকার কারণে তিনি একাধিকবার হামলা, মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে সংবাদ সম্মেলন করেছেন।বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ২টায় নগরীর বুলনপুর এলাকায় এই সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০০৩ সালে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালিউল হক রানার হাত ধরে রাজনীতিতে আসেন শামীম রেজা হিটলার। এরপর থেকেই তিনি রাজশাহী মহানগর যুবদলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করে আসছেন। তবে তার রাজনৈতিক বিশ্বাস তাকে বিভিন্ন চক্রান্ত ও নির্যাতনের শিকার করেছে।২০১৮ সাল থেকে তার ওপর দমন-পীড়ন আরও বেড়ে যায়। তিনি জানান, বিএনপির রাজনীতির সঙ্গে থাকার কারণে আওয়ামী লীগ সমর্থিত একটি মহল তাকে বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়েছে। দলিল লেখক সমিতির নির্বাচনেও তার অংশগ্রহণকে রুদ্ধ করতে নানা ষড়যন্ত্র করা হয়।২০১৯ সালে আওয়ামী লীগ সমর্থিত সাদিয়ার রহমান ভুটানের ছেলে সাগরসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হলেও তার পক্ষে সেই ফুটেজ সরবরাহ করা হয়নি।এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয়। যুবদল কর্মী আব্দুস সালামকে হেরোইন মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় এবং তাকেও পলাতক দেখানো হয়। যদিও পরবর্তীতে তিনি মামলা থেকে অব্যাহতি পান, তবে তার সহযোদ্ধা সালাম এখনও মামলার মুখোমুখি।২০২৩ সালে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের সময় তাকে জোর করে আওয়ামী লীগের প্রচারণায় যুক্ত করা হয়। সাবেক কাউন্সিলর রুহুল আমিন টুনুর নেতৃত্বে তিনি একটি প্রচারণা কার্যক্রমে অংশ নেন। কিন্তু পরে জানতে পারেন, এটি ছিল আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচারণা। প্রতিবাদ জানিয়ে তিনি সেখান থেকে সরে আসেন।পরবর্তীতে, ১৯ জুন ২০২৩ তারিখে তাকে বাধ্যতামূলকভাবে নৌকার মিছিলে রাখা হয়। তিনি রাজি না হলে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখানো হয়। পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি অনিচ্ছা সত্ত্বেও মিছিলে অংশ নেন।ঘটনার পরে তিনি মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবিকে বিষয়টি জানান। তিনি বিষয়টি শুনে শামীম রেজার অসহায়ত্ব বুঝতে পারেন এবং তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন।শামীম রেজা হিটলারের এই কাহিনি শুধু একজন রাজনৈতিক কর্মীর ব্যক্তিগত দুঃখগাথা নয়, বরং এটি দেশের রাজনৈতিক বাস্তবতারও প্রতিচ্ছবি। বিরোধী মতের প্রতি দমন-পীড়ন, রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতে মিথ্যা মামলা, হামলা ও বাধ্যতামূলক অংশগ্রহণের মতো বিষয়গুলো যেন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।তিনি এখনো দল ছাড়েননি এবং তার বিশ্বাসের সঙ্গে অটল রয়েছেন। তবে প্রশ্ন থেকে যায়—একজন রাজনৈতিক কর্মীকে কি তার বিশ্বাসের জন্য এভাবে মূল্য দিতে হবে? গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী মতকে দমন করার প্রবণতা কতটা ন্যায়সঙ্গত?এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ হলে হয়তো শামীম রেজা হিটলারের মতো আরও অনেক নির্যাতিত রাজনৈতিক কর্মী সুবিচার পাবেন। এখন দেখার বিষয়, প্রশাসন ও রাজনৈতিক নেতারা এ বিষয়ে কী ভূমিকা রাখেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪২ বছর ধরে রোজা রাখা দিনমজুর ইনছান আলী এবার যাচ্ছেন হজে
৪২ বছর ধরে রোজা রাখা দিনমজুর ইনছান আলী এবার যাচ্ছেন হজে

৪২ বছর ধরে রোজা রাখা দিনমজুর ইনছান আলী (৮০) এবার পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। ইনছান আলীর হজে যাওয়ার Read more

যশোর সীমান্তে ফেনসিডিল, গাঁজা ও অন্যান্য পণ্য জব্দ
যশোর সীমান্তে ফেনসিডিল, গাঁজা ও অন্যান্য পণ্য জব্দ

যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, মোবাইল ফোন, Read more

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মশাল মিছিল 
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মশাল মিছিল 

সারাদেশে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন।

আজ বিশ্ব পায়জামা দিবস
আজ বিশ্ব পায়জামা দিবস

৬ এপ্রিল-বিশ্ব পায়জামা দিবস। এই দিনটি কবে কোথায়-কীভাবে উদযাপন শুরু হয়েছিল, সে বিষয়ে তোমন কোন তথ্য পাওয়া যায় না।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন