গাজীপুর সদর উপজেলায় তিন বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ইউনুছ আলী (৬০), নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলার  উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃত ইউনুছ আলী কুড়িগ্রাম জেলার উলিপুর থানার তনুরাম গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে। সে মনিপুর খাসপাড়া হযরত এর বাড়ীর ভাড়াটিয়া।স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মা একটি স্থানীয় কারখানায় চাকরি করেন এবং তার বাবা রিক্সা  চালিয়ে জীবিকা নির্বাহ করে। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে খেলাধুলা শেষে শিশুটির ভাড়া বাসায় ঘরে প্রবেশ করে। শিশুটির মা এবং তার বাবা কর্মস্থলে থাকায় বাসা খালি পেয়ে ইউনুছ আলী ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরে শিশুটি মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্নাকাটি শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাতে উদ্ধার করে। খবর পেয়ে শিশুটির মা তার কর্মস্থল থেকে বাড়িতে এসে ঘটনা জানতে পারে। পরে এই ঘটনায় শিশু মা বাদী হয়ে জয়দেবপুর থানা একটি অভিযোগ দায়ের করেন।জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সময়ের কণ্ঠস্বর কে জানান, শিশু ধর্ষণের ঘটনায় ইউনুছ আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এবং ভিকটিম শিশুটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধুচন্দ্রিমা থেকে ফিরেই অসুস্থ কাঞ্চন-শ্রীময়ী
মধুচন্দ্রিমা থেকে ফিরেই অসুস্থ কাঞ্চন-শ্রীময়ী

কাদা ছোড়াছুড়ির পর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্র্রীময়ী চট্টরাজ।

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক খুনের ঘটনায় এত জনরোষ কেন?
আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক খুনের ঘটনায় এত জনরোষ কেন?

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনার ‘নিরপেক্ষ তদন্ত’, ‘ন্যায় বিচার’, ‘দোষীর শাস্তি’, এবং Read more

পলিথিন নয়, মানুষের হাতে থাকবে সোনালী ব্যাগ: পাটমন্ত্রী
পলিথিন নয়, মানুষের হাতে থাকবে সোনালী ব্যাগ: পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বাংলাদেশে প্লাস্টিক বা পলিথিনের অতি ব্যবহারের কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি বিপদসংকুল পরিবেশে পতিত হবে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন