রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় খাদ্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানায় ক্ষতিকারক ফুড কালার ও কেমিক্যাল ব্যবহার করায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম এ তথ্য জানান।তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর দক্ষিণখান থানাধীন মদিনা বেকারি এবং সুমাইয়া বেকারি ও উত্তরখান থানাধীন নিউ রাজধানী বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।এসময় তেজগাঁও বিএসটিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলাম সুমনের উপস্থিতিতে ও ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মদিনা বেকারিকে ৫০ হাজার টাকা, নিউ রাজধানী বেকারিকে ৫০ হাজার টাকা এবং সুমাইয়া বেকারিকে ১ লাখ টাকাসহ মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করেন।এসব কারখানায় ব্যবহার করা ক্ষতিকারক ফুড কালার এবং কেমিক্যাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এরকম অসঙ্গতি পরিলক্ষিত হলে এসব কারখানা বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশ আক্রান্ত হলে প্রতিহত করব: সেনাপ্রধান  
দেশ আক্রান্ত হলে প্রতিহত করব: সেনাপ্রধান  

দেশ বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে সেটা প্রতিহত করা হবে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

লজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা সনদ ফেরত দিতে চান ১২ জন
লজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা সনদ ফেরত দিতে চান ১২ জন

মুক্তিযোদ্ধা না হয়েও মিথ্যা তথ্য দিয়ে সরকারের কাছ থেকে সনদ নিয়েছেন এমন অন্তত ১২ জন সনদ ফিরিয়ে দিতে আবেদন করেছেন।সম্প্রতি Read more

ধ্বংসযজ্ঞে দোষী ও মদদদাতাদের দ্রুত চিহ্নিত করার দাবি
ধ্বংসযজ্ঞে দোষী ও মদদদাতাদের দ্রুত চিহ্নিত করার দাবি

সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশব্যাপী নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত নিহত ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সাহায্য-সহযোগিতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন