কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আওতাধীন ৭’৮ ও ৯ ওয়ার্ড নিয়ে আইন শৃঙ্খলা উন্নতির বিট পুলিশং আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম। তিনি বলেন, মাদক,চুরি,ডাকাতি,চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে পুলিশ সবসময় সচেতন। আপনাদের এলাকায় মাদকের ব্যবসা, চাঁদাবাজি ও দখলবাজি হলে আমাদেরকে খবর দিবেন সাথে সাথে পুলিশ ব্যবস্থা নিবে।তিনি আরো বলেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। তাই পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ক্ষেত্রে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার এসআই সুজন বড়ুয়া, বদরখালী ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই মো: খোরশেদ আলম,মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সভাপতি অধ্যাপক ইমাম উদ্দীন মনির, বদরখালী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদু, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: আবু নাঈম লিটন, বদরখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোছাইন ও মো: পারভেজ প্রমুখ।এনআই
Source: সময়ের কন্ঠস্বর