পরিচ্ছন্ন ও সবুজ কুষ্টিয়া গড়তে ৩০ হাজার গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়া নামে একটি সামাজিক সংগঠন।বৃহস্পতিবার (২০ মার্চ) কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে বটতৈল মোড় ও ত্রিমোহনী পর্যন্ত হাইওয়ে সড়কের আইল্যান্ডে ৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি। দুপুরের দিকে বিভিন্ন বাহারি প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মকাণ্ডে অংশ নেন সংগঠনটির শতাধিক কর্মী।এ সময় সংগঠনটির উদ্যোক্তা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সাংবাদিকদের বলেন, ঈদের আগেই আমরা ৪-৫ কিলোমিটার সড়কে গাছ রোপণ শেষ করতে চাই।তিনি বলেন, আমরা সড়কের আইল্যান্ডে শুধু সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করছি। তবে জেলার অন্যান্য প্রতিষ্ঠান কিংবা এলাকায় বৃক্ষরোপণের ক্ষেত্রে ফলজ ও বনজ গাছ রোপণ করা হবে। পবিত্র ঈদুল ফিতরের পর জেলাব্যাপী এই কর্মকাণ্ড শুরু হবে বলেও জানান জাকির হোসেন সরকার।তিনি আরও বলেন, আমরা বর্তমানে কুষ্টিয়া সদর উপজেলায় এ কর্মকাণ্ড পরিচালনা করছি। তবে জেলার অন্যান্য উপজেলা থেকেও ব্যাপক সাড়া পাচ্ছি।বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়ার উদ্যোগে সংগঠনটির প্রায়ই ৯ শতাধিক কর্মী প্রতি শুক্রবার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন।সম্প্রতি সংগঠনটির প্রায় ৩শ সদস্য রাজশাহী জেলার পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করে এসেছেন।সংগঠনটির আহবায়ক আব্দুল মুঈদ বাবুল বলেন, তারা কুষ্টিয়া জেলাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বনায়নের দিক থেকে সারাদেশের মধ্যে সবচেয়ে চেয়েও সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।খন্দকার নাঈম উদ্দিন এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ ফুটবলারের দখলে এক গোল্ডেন বুট
৬ ফুটবলারের দখলে এক গোল্ডেন বুট

গোল্ডেন বুট পেয়েছেন সর্বোচ্চ ৩ গোল করে দেওয়া ৬ ফুটবলার!

কেরানীগঞ্জে অস্তিত্ব সংকটে ৫২ খাল
কেরানীগঞ্জে অস্তিত্ব সংকটে ৫২ খাল

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে অবৈধ দখল ও দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে রয়েছে ৫২টি খাল।

গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা
গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে গাজীপুর মহানগর বিএনপি’র বর্ষবরণ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই ভাওয়াল বদরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন