মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর নয়ানগর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ১০টার দিকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে জানালে তারা মরদেহ উদ্ধার করে।গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুব আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শানাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।এসআর
Source: সময়ের কন্ঠস্বর