পবিত্র রমজানে প্রবাসী আয়ের পালে লেগেছে হাওয়া। চলতি মার্চের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স  এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে তুলনায় চলতি মাসে ১৯ দিনে প্রবাসী আয় বেড়েছে ৭৮ দশমিক ৪০ শতাংশ। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। প্রতিবারেই ঈদের আগে প্রবাসী আয় অন্য যেকোনো মাসের চেয়ে বেশি আসে। এবারও তাই। তবে এবারে প্রবাসী আয়ের রেকর্ড গড়বে এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা।চলতি বছরের মার্চের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে তুলনায় চলতি মাসে ১৯ দিনে প্রবাসী আয় বেড়েছে ৭৮ দশমিক ৪০ শতাংশ। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এ তথ্য জানিয়েছে।শাহরিয়ার সিদ্দিক জানান, চলতি বছরের মার্চের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় এসেছে ২২৫ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের (২০২৪ সাল) মার্চের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় এসেছিল ১২৬ কোটি  ২০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৯৯ কোটি ডলার বা ৭৮ দশমিক ৪৪ শতাংশ।শাহরিয়ার সিদ্দিক বলেন, চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) ১ জুলাই থেকে ১৯ মার্চ পর‌্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৭৪ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের (২০২৩-২০২৪) ১ জুলাই থেকে ১৯ মার্চ পর্ষন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৩৩ কোটি ৯০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৪৪০ কোটি ২০ লাখ ডলার বা ২৬ দশমিক ৯০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার। গত বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কো‌টি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার, জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার, নভেম্বরে  ২১৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার এবং ডিসেম্ববরে  ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার এসেছিল।আগের বছরের (২০২৩ সাল) ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে ব্যাপক ধ্বংসযজ্ঞ
মাদারীপুরে ব্যাপক ধ্বংসযজ্ঞ

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে মাদারীপুরে।

বর্ষবরণে প্রস্তুত রমনা বটমূল
বর্ষবরণে প্রস্তুত রমনা বটমূল

বর্ষবরণের অনুষ্ঠানে ছায়ানটের পক্ষ থেকে যাদের প্রবেশের বিশেষ কার্ড দেওয়া হয়েছে, তারাই শুধু সীমানার ভেতরে প্রবেশ করতে পারবেন। অন্য সবাই Read more

আরবাজ-শুরার বাবা-মা হতে যাওয়ার গুঞ্জন (ভিডিও)
আরবাজ-শুরার বাবা-মা হতে যাওয়ার গুঞ্জন (ভিডিও)

বলিউড অভিনেতা, নির্মাতা-প্রযোজক আরবাজ খান। গত বছরের ডিসেম্বরে ৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন সালমান খানের ভাই আরবাজ খান।

ময়লার ট্রাকের ধাক্কায় ছাত্রের মৃত্যু, চালকসহ ৩ জন চাকরিচ্যুত
ময়লার ট্রাকের ধাক্কায় ছাত্রের মৃত্যু, চালকসহ ৩ জন চাকরিচ্যুত

চালকসহ ৩ জনের কেউই দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না। চালক অন্য একজনকে গাড়ি চালানোর দায়িত্ব দিয়েছিলেন। 

সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে ডিপজল
সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে ডিপজল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনে সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন