খাগড়াছড়ি জেলার গুইমারা বাজারে সপ্তাহে দুই দিন বসে কলার হাট। যা স্থানীয় কলাচাষী ও ব্যবসায়ীদের জন্য এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে।সিএনবি থেকে শুরু করে কাশেম মার্কেটের পাশের রাস্তা জুড়ে এই হাটটি প্রতিদিনের মতো জমে ওঠে। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার চাষীরা তাদের উৎপাদিত কলা নিয়ে আসেন, যা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। এ বছর কলার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। গুইমারা বাজারের কলার হাটটি খাগড়াছড়ির সবচেয়ে বড় কলা হাট হিসেবে পরিচিত। এখানে গুইমারা, মাটিরাঙ্গা, পানছড়ি, রামগড়সহ পার্শ্ববর্তী এলাকার কলাচাষীরা তাঁদের উৎপাদিত কলা নিয়ে আসেন। প্রতি সপ্তাহে এই হাটে চাষীরা প্রায় বিশ হাজার কলার ছড়া নিয়ে আসেন, যা আনুমানিক ৫০ লক্ষাধিক টাকায় বিক্রি হয়। হাটের আগের দিন থেকেই চাষীরা কলা নিয়ে এসে পসরা সাজিয়ে রাখেন।ব্যবসায়ী মো. রহিম জানান, “প্রতি কাঁদি কলার দাম এখন ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে।” গুইমারা বাজারের কলা বিশেষত উন্নতমানের হওয়ায় এর চাহিদা দেশের বিভিন্ন জায়গায় রয়েছে। আর এ কারণে কলার দাম তুলনামূলকভাবে বেশি।গুইমারা উপজেলার সিএনবি এলাকার কলাচাষী আনোয়ার হোসেন বলেন, “এ বছর আমি এক একর জমিতে কলাচাষ করেছি এবং প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা লাভের আশা করছি।” গুইমারা হাট ইজারাদার সালমান হোসেন জানান, “দূরদূরান্ত থেকে পাইকাররা এখানে কলা কিনতে আসেন এবং হাটের খাজনা তুলনামূলক কম নেওয়া হয়।”উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস জানান, “গুইমারা উপজেলায় বর্তমানে ৩৯০ জন বাণিজ্যিক কলাচাষী আছেন। এখানকার উৎপাদন হেক্টর প্রতি ২৫-৩০ টন এবং এবছর মোট প্রায় ১১,০০০ টন কলা উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৬০% বাংলা কলা, বাকি অংশ চাম্পা কলা, সাগর কলা, সূর্যমুখী কলা ও কাঁচকলা রয়েছে।” তিনি আরও জানান, “পাহাড়ি আবহাওয়া কলাচাষের জন্য অত্যন্ত উপযোগী, ফলে এ অঞ্চলে কলাচাষের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।”গুইমারা বাজারের কলার হাট এখন শুধু স্থানীয় কৃষকদের জন্য নয়, বরং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে।এইচএ              

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছয় মাসে বাজেট বাস্তবায়ন ২৫ শতাংশ
ছয় মাসে বাজেট বাস্তবায়ন ২৫ শতাংশ

চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে বাজেট বাস্তবায়ন হয়েছে মোট বরাদ্দের মাত্র ২৫.৮৮ শতাংশ।

চৈত্রের বিকালে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
চৈত্রের বিকালে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

চৈত্র মাসের শুরুতে মৃদু গরম ও অস্বস্তির পর অবশেষে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী।সোমবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর বেশ Read more

কত টাকায় বিক্রি হলো জুনিয়র এনটিআরের সিনেমার হিন্দি স্বত্ব
কত টাকায় বিক্রি হলো জুনিয়র এনটিআরের সিনেমার হিন্দি স্বত্ব

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা তাকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। অর্ধযুগ Read more

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

চলতি মাসে দুইবার প্রতিবেশী দেশ ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুবর্ণচরে আ. লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
সুবর্ণচরে আ. লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন