নেত্রকোনার আটপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আর্তকিত হামলায় ভাগ্নে বউ নুরজাহান বেগম (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের ৪ জন।বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর রাতে আটপাড়া উপজেলা স্বরমুশিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম রাজাপুর গ্রামের বাবুল মিয়া স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবুল মিয়া তার মামা লাল মিয়ার সাথে কিছুদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার (১৯ মার্চ) দুই পরিবারের মধ্যে তর্ক বিতর্ক হয়েছিল।পরে বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর রাতে সেহরীর জন্য নুরজাহান বেগম ও তার পরিবার প্রস্তুতি নিচ্ছিল এই সময় হঠাৎ করে, লাল মিয়া ও তার পরিবার দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আর্তকিত হামলা করে। হামলায় বাবুল মিয়ার পরিবারের পাঁচজন আহত হয়। পরে স্থানীয় লোকজন সকলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় দুপুর সাড়ে ১২ টায় নুরজাহান বেগমের মৃত্যু হয়। আহত চারজন ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসারত রয়েছেন তবে একজনের অবস্থা আশঙ্কাজনক। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ভোর ৫টার দিকে এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করেছেন। লাশ এখনো ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর