ঢাকা-বরিশাল  গৌরনদী উপজেলার মহাসড়কে ঘর মুখে মানুষের ঈদ যাত্রা সামনে রেখে প্রায় সময় দেখা দেয় সড়কে তীব্র যানজট। দক্ষিণ অঞ্চলে প্রবেশদ্বার বলা হয় গৌরনদী উপজেলাকে। যে সব স্থানে যানজট দেখা দেয় এর মধ্যে বার্থী, নীলখোলা, টরকী বাসস্ট্যান্ড, গৌরনদী, আশোকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সামনে, মাহিলাড়া, কাশেমাবাদ, বাটাজোরসহ বিভিন্ন স্থানে রাস্তার উপর ও পাশে হাট-বাজার থাকার কারনে এই ব্যস্ততম সড়কে প্রায় সময়ই ঘটছে মর্মান্তকি সড়ক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় কারো কারো চলে যাচ্ছে তরতাজা প্রাণ। আবার  দুর্ঘটনায় অঙ্গ হানি নিয়ে অন্যের কাধে বোঝা হয়েবেঁচে থাকতে হয় বাকি জীবন।  স্বাভাবিক যান চলাচলের জন্য মহাসড়কের রাস্তার দুই পাশে প্রায় ৪ ফিট করে ৮ ফিট বর্ধিত করা হলেও তা আসছে না কোন কাজে। কেউ রেখেছেন নসিমন-করিমন আবার কেউ বা রাস্তার উপরেই ট্রাক পার্কিং রেকে মালামাল নামাচ্ছে। দূর পাল্লার সাকুরা পরিবনের যাত্রীবাহী বাসের ড্রাইভার আমিনুল শরিফ বলেন, মহাসড়কের উভয় পাশ বর্ধিত করা হলেও কোন কাজে আসছে না। বাসস্ট্যান্ড গুলোতে অবৈধ থ্রিহুইলার পার্কিং করার কারনে বাস, ট্রাক, মাইক্রোবাস চলাচলে বাঁধা গ্রহস্ত হচ্ছে। এতে ব্যস্ত তম সড়কে যানজটের সৃষ্টি হয়ে যাত্রীরা দূর্ভোগ পোহাচ্ছে। যাতে করে রাস্তার দুই পাশ দিয়ে অবৈধ থ্রি হুইলার যানবাহন চলাচল করতে পারে সে জন্য করা হয়ে ছিলো। কিন্তু সেখানে ট্রাক রাখার কারনে আমাদের দুইটি গাড়ি অনেক সময় পাশ টাকা অনেক ঝুঁকি নিয়ে চলতে হয়।থ্রিহুইলার মাহিন্দ্র ডাইভার মানিক মৃধা বলেন, রাস্তার দুই পাশে থ্রিহুইলার যানবাহন চলাচলের জন্য বর্ধিত করা হলেও তা এখন দখলদারদের দখলে। এমটাই দেখা যায় ভূরঘাটা লোকাল বাসস্ট্যান্ড থেকে বরিশাল সদর উত্তরে প্রায় ৪৫ কিলোমিটার সড়কে। মহা সড়কের দুই পাশে হাট-বাজারসহ যানবান রাকার বিষয়ে গৌরনদী হাইওয়ে  থানা পুলিশ নিচ্ছে না কোন পদক্ষেপ। সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতি মাসে উপজেলায় আইন শৃঙ্খলার মিটিং হলেও তা যেন থেকে যাচ্ছে কাগজ কলমে।মহাসড়ক থেকে আঞ্চলিক সড়কগুলোতেও দেখা দেয় তীব্র যানজট। দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়িক বন্দর বলা হয় গৌরনদী উপজেলার টরকী বন্দরকে। এই বন্ধরে প্রবেশ করার জন্য দুইটি সড়ক রয়েছে একটি টরকী বাসস্ট্যান্ড থেকে বন্দরে চলে গেছে অপরটি নীলখোলা নাম স্থান হয়ে আনোয়ারা প্রি-ক্যাডেট  স্কুলের সামন থেকে টরকী বন্দর হাই স্কুল রোড হয়ে টরকী বন্দরে চলে গেছে। অনেক সময় এই দুই রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। এর কারণ এই রাস্তায়ও ট্রাক থামিয়ে মালামাল উঠা নামানো করা হয়। টরকী বন্দরে নির্ধারিত ট্রাকস্ট্যান্ড কলেও সেখানে নামানো হচ্ছে না মালামাল বন্দরের রাস্তা খারাপ থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রাস্তার পাশে মালামাল নামাতে হয়। এমটাই জানান তিন চাকা ভ্যানে ড্রাইভার মো. সিরাজুল ইসলাম।এবিষয় গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন কয়েক দিন আগে উপজলা মিটিং হয়েছে আমরার দুই এক দিনের মধ্যেই যারা সড়ক দখল করে মালামাল নায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজিপি’র ৯ সদস্য আশ্রয় নিলেন বাংলাদেশে
বিজিপি’র ৯ সদস্য আশ্রয় নিলেন বাংলাদেশে

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যংয়ের ঝিমংখালী ও খারাংখালী সীমান্ত দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় Read more

পাহাড়ি বাজারে আক্কাছের বারোমাসি ফলের দোকান
পাহাড়ি বাজারে আক্কাছের বারোমাসি ফলের দোকান

হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া থেকে পাহাড়ের শুরু। পুরাতন মহাসড়ক দিয়ে কামাইছড়া থেকে প্রায় ৫ কিলোমিটার গেলে মুচাই পাহাড়ি বাজার। এ Read more

ববির বিরুদ্ধে মামলা, নায়িকারও পাল্টা মামলা
ববির বিরুদ্ধে মামলা, নায়িকারও পাল্টা মামলা

ব্যবসার অংশ হিসেবে চুক্তিমতো আমানকে ৫৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল।

নামাজে কত রাকাত পড়া হলো, ভুলে গেলে যা করবেন
নামাজে কত রাকাত পড়া হলো, ভুলে গেলে যা করবেন

অনেকে নামাজ আদায় করতে গিয়ে কত রাকাত পড়া হলো তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। আদায়কৃত নামাজ তিন রাকাত হলো না Read more

এমপি আনার হত্যা: ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক
এমপি আনার হত্যা: ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক

এর আগে, এই মামলায় ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল আহমেদ Read more

ইসরায়েল নিজেই তার সিদ্ধান্ত নেবে – ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে বললেন নেতানিয়াহু
ইসরায়েল নিজেই তার সিদ্ধান্ত নেবে – ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে বললেন নেতানিয়াহু

ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর থেকেই মি. নেতানিয়াহু পাল্টা জবাব দেয়ার কথা বলে আসছেন। অন্যদিকে লর্ড ক্যামেরন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন