এবার ভক্তদের কাছে বড় সুসংবাদ পাঠিয়েছেন দেশের পোস্টার বয় সাকিব আল হাসান। ইংল্যান্ডে তৃতীয় দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষার পর উত্তীর্ণ হয়েছেন বাঁহাতি এই স্পিনার। ফলে সব ধরনের ক্রিকেটে বোলিং করতে আর বাধা রইল না বাংলাদেশের সাবেক অধিনায়কের। সাকিবের এক বন্ধুর বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। পরে সাকিব নিজেও বিষয়টি স্থানীয় একটি পত্রিকাকে নিশ্চিত করেন।  গেল বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেটে একটি ম্যাচ খেলতে গিয়েছিলেন সাকিব। সমারসেটের বিপক্ষে সে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করলেও তার বোলিং অ্যাকশন প্রথমবার প্রশ্নের মুখে পড়ে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতের চেন্নাইয়ে দুই দফায় পরীক্ষা দিয়েও পাশ হতে পারেননি সাকিব। নিরপেক্ষ ল্যাবে পাস করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়। এরপর বোলিং অ্যাকশন শোধরানোর জন্য দীর্ঘ সময় নিয়ে কাজ করেছেন সাকিব। ইংল্যান্ডে কাউন্টি ক্লাব সারের কোচ গ্যারেথ ব্যাটির তত্ত্বাবধানে নিবিড়ভাবে অনুশীলন চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত, চলতি মার্চ মাসে তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে সফল হন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে বাঁধা থাকছে না সাকিবের। এমন অবস্থায় আবারও অলরাউন্ডার হিসেবে সব ধরণের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। তবে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের বোলিংয়ে সমস্যা দেখা দিলে আইসিসির নিয়মে ১ বছরের জন্য নিষিদ্ধ হবেন তিনি। এদিকে গত বছর রাজনীতিতে সম্পৃক্ত হওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব। সাবেক সরকারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও, রাজনৈতিক অস্থিরতার পর তার অবস্থান অনেকটাই বদলেছে। তার নামে হয়েছে একাধিক মামলা। তখন পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার ফলে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল।  এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি সাকিব। জায়গা পাননি চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দলেও। তাই সাকিবের বোলিং প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর, এ কথা না বললেও চলে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে
সিলেটে সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

গত দুই দিন ধরে সিলেটে ভারি বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার প্রায় সব Read more

পুলিশ ও প্রশাসনের চাপে আন্দোলন ছেড়েছেন জবির নেতারা
পুলিশ ও প্রশাসনের চাপে আন্দোলন ছেড়েছেন জবির নেতারা

কোটা সংস্কার নিয়ে দুই সপ্তাহ ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নেতৃত্বদানকারী নেতারা আন্দোলন ছেড়েছে।

এমবাপ্পের ‘রিয়াল অধ্যায়’ শুরু
এমবাপ্পের ‘রিয়াল অধ্যায়’ শুরু

আগেই সম্পন্ন করে রাখা হয়েছিল সকল আনুষ্ঠানিকতা। বাকি ছিল কেবল মাদ্রিদের গালিচায় পা রাখা। সেটাও হয়ে গেল কিলিয়ান এমবাপ্পের।

নাটোরে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
নাটোরে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক সরকার (২২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন