শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণ সেহরি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই ব্যতিক্রমী আয়োজন ক্যাম্পাসে প্রশংসিত হয়েছে।বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের উদ্যোগে এই গণ সেহরির আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ক্যাম্পাসের বহু শিক্ষার্থী একসঙ্গে সেহরি গ্রহণ করেন। মেয়েদের জন্য হলগুলোতে সেহরির প্যাকেট পৌঁছে দেওয়া হয়। আয়োজকরা জানান, রমজানে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন নেতা বলেন, “শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। রমজান মাস সহানুভূতি ও ঐক্যের প্রতীক। এই আয়োজন সেই চেতনারই প্রতিফলন।”সেহরি করতে আসা শিক্ষার্থী রাব্বি হাসান বলেন, “ছাত্রদলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন আগে কখনো দেখা যায়নি। আমরা চাই, অন্যান্য ছাত্র সংগঠনগুলোও শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসুক। ছাত্রদলের সেহরির মতো অন্যান্য সংগঠনও ইফতারের আয়োজন করুক। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে।”শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, “সাধারণ শিক্ষার্থীদের পরামর্শে আমরা এই গণ সেহরির আয়োজন করি। প্রায় ১৮০০ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং নিরাপত্তা কর্মীর জন্য সেহরির ব্যবস্থা করা হয়েছিল। আনুমানিক ২০০০ জনেরও বেশি মানুষ এই আয়োজনে অংশ নেন। মেয়েদের হলে খাবার পৌঁছে দেওয়া হয়েছে।”শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, “গত বছরের জুলাই-আগস্ট মাসের আন্দোলনে শহীদ হওয়া ভাইদের আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই আয়োজন করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য নিজেদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। এখানে সকল ধর্মের ও বর্ণের মানুষ যেন একসাথে অংশ নিতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য।”এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমের জেলো পুডিং
আমের জেলো পুডিং

রসালো ফল আম। পাকা আমের পিউরি দিয়ে তৈরি করে নিতে পারেন জেলো পুডিং। জেনে নিন রেসিপি।

পাঁচ বছরের জন্য এমবাপে রিয়াল মাদ্রিদের
পাঁচ বছরের জন্য এমবাপে রিয়াল মাদ্রিদের

চ্যাম্পিয়নস লিগের ১৫তম শিরোপা জয়ের উৎসবে এখনো মাতোয়ারা রিয়াল মাদ্রিদ।

সেনা-পুলিশ যৌথ অভিযানে দুইজনের মৃত্যু সম্পর্কে যা জানা যাচ্ছে
সেনা-পুলিশ যৌথ অভিযানে দুইজনের মৃত্যু সম্পর্কে যা জানা যাচ্ছে

গাইবান্ধা জেলায় যৌথ বাহিনীর অভিযানে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ যে পাঁচজনকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে দুইজন Read more

প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে আ.লীগের র‌্যালি শুরু
প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে আ.লীগের র‌্যালি শুরু

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন