দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পুরাতন সোনালী ব্যাংক মোড় সোনালী মার্কেটে আনুষ্ঠানিক ভাবে “সিটি কার্ট মেগা মল এবং ফুড কর্নার” এর শুভ উদ্বোধন ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত করহয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে মরহুম রবিউল চেয়ারম্যান সহধর্মিণী পারভীন বেগম মেরিনার স্বত্বাধিকারী “সিটি কার্ট মেগা মল এবং ফুড কর্নার” এর শুভ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন, মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু হাসান রেজা (প্রিন্স), সহকারী শিক্ষক আকরাম হোসেন, এইচ এম সজীব মাহফুজ, সাংবাদিক মিজানুর রহমান মিজান,সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকারসহ ব্যবসায়ী সূধীজন প্রমুখ।এনআই
Source: সময়ের কন্ঠস্বর