ভোলার লালমোহনে চতুর্থ শ্রেণীর পড়ুয়া ৭ বছরের এক শিশুকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষনের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪ টার দিকে উপজেলার পেশকার হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষনের শিকার ওই শিশুটি বাড়ি ভোলার দক্ষিন আইচা থানার চরকুকরি মুকরিতে। তার বাড়ি চরাঞ্চলে হওয়ায় সে লালমোহন তার বড় মায়ের ( নানু মা) বাসায় থেকে পড়াশোনা করতেন। শিশুটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি। তবে তার নাম পিতার নাম এই প্রতিবেদকের নিকট সংরক্ষিত আছে।এদিকে ঘটনার পর বুধবার বিকালে শিশুটির বড় মা( নানুর মা) নুরজাহান বেগম বাদী হয়ে তার প্রতিবেশী আ.মন্নানকে আসামি করে লালমোহন থানায় একটি এজাহার দায়ের করেছেন।অভিযুক্ত আব্দুল মান্নান (৫০) ওই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।মামলার এজাহার ও নুরজাহান বেগমের সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি তার বড় মা নুরজাহান বেগমের বাড়িতে খেলাধুলা করছিলেন। এমন সময় তাদের প্রতিবেশী আ. মন্নান শিশুটিকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি পরিত্যক্ত পাকা টয়লেটে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরে শিশুটির ডাক চিৎকারে আসপাশের মানুষ ছুটে আসলে অভিযুক্ত আ.মন্নান পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম জানান, ভিকটিম শিশুটিকে উদ্ধার করে বুধবার সকালে ডাক্তারি পরিক্ষা সম্পন্ন হয়েছে।  অভিযুক্তের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। গ্রেফতারের চেষ্টা অব্যাহত হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সায়মা ওয়াজেদকে নিয়ে আপত্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে জটিলতা তৈরি করবে?
সায়মা ওয়াজেদকে নিয়ে আপত্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে জটিলতা তৈরি করবে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো আঞ্চলিক পরিচালককে নিয়ে অতীতে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে Read more

স্বেচ্ছায় অবসরে ছাগলকাণ্ডের সেই মতিউর, প্রজ্ঞাপন জারি
স্বেচ্ছায় অবসরে ছাগলকাণ্ডের সেই মতিউর, প্রজ্ঞাপন জারি

আর্থিক সুবিধা ছাড়াই স্বেচ্ছায় সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা (পরবর্তীতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত) মতিউর রহমান।

জুয়া খেলায় বাধা দেওয়ায় ৩ আন্দোলনকারীকে জখম
জুয়া খেলায় বাধা দেওয়ায় ৩ আন্দোলনকারীকে জখম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়া খেলায় বাধা দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন জনকে মারধর করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন