মানিকগঞ্জের সাটুরিয়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ১ লাখ টাকায় রফাদফার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের শিমুলতলি সাইপাড়া গ্ৰামে এই ঘটনা ঘটে।স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের শিমুলতলি সাইপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উজির নামের ৬০ বছরের বৃদ্ধকে আটক করে এলাকাবাসী। এতে একপ্রকার চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করে এলাকায়। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান গ্রাম্য সালিশে ১ লাখ টাকা জরিমানা ও ধর্ষণের চেষ্টাকারীকে মারধরসহ কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দিয়ে ঘটনাটি ধামাচাপা দেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ছবি তোলা, তথ্য সংগ্রহে বাধা দেন এবং সংবাদ প্রকাশ না করার অনুরোধ করে চেয়ারম্যান। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন বিষয়টি মান ইজ্জতের আপনারা বসেন।চেয়ারম্যান মোহাম্মাদ জিয়াউর রহমান এলাকাবাসীকে ঐ গ্রাম্য সালিশে বলেন, আমার ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান আছে। এরপর ধর্ষণের চেষ্টাকারী উজিরের পরিবারকে জিজ্ঞেস করেন কত টাকা আপনারা দিতে পারবেন ? অবশেষে উজিরের পরিবার ১ লাখ টাকা দিতে সম্মতি দেয়। পরবর্তীতে ৩০ মিনিটের ভেতর টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন স্থানীয় চেয়ারম্যান জিয়াউর। উজিরের পরিবার নগদ ৬৯ হাজার টাকা চেয়ারম্যানের হাতে দিলে তা গৃহবধূর পরিবারের হাতে তুলে দিয়ে বিষয়টি রফাদফা করে।উক্ত বিষয়ে ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ জিয়াউর রহমান কোনো বক্তব্য দিতে রাজি হননি ।এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো ইকবাল হোসেন বলেন, এই বিষয়টি আমার জানা নাই৷ তবে চেয়ারম্যান যদি বিধির বাইরে কোন কিছু করে থাকে তার যথাযথ ব্যবস্থা নেব। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নববর্ষ-ঈদের ছুটিতে কক্সবাজারে বিপুল পর্যটক সমাগম
নববর্ষ-ঈদের ছুটিতে কক্সবাজারে বিপুল পর্যটক সমাগম

বাংলা নববর্ষ এবং ঈদুল ফিতরের টানা পাঁচদিনের ছুটিতে সমুদ্রশহর কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে।

মুহুরী নদীর পানি ফুলগাজী বাজার প্লাবিত
মুহুরী নদীর পানি ফুলগাজী বাজার প্লাবিত

ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন
পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন

 বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ড. সালেহ উদ্দিন Read more

কুমিল্লায় দেওয়াল ধসে প্রাণ গেলো স্কুলছাত্রের
কুমিল্লায় দেওয়াল ধসে প্রাণ গেলো স্কুলছাত্রের

কুমিল্লায় নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে সাইফুল ইসলাম সাগর (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন