চট্টগ্রামের সাতকানিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও তুচ্ছ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালকের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন, আয়ুব আলী, নাছির উদ্দিন, মো. আরিফ, কোরবান আলী, আবুল কালাম ও জানে আলম। এরমধ্যে গুরুতর হওয়ায় জানে আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেরানীহাট,বান্দরবান সড়ক ও সাতকানিয়া,বাঁশখালী সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার আলাদা দুইটি সমিতি রয়েছে। উভয় সমিতির অটোরিকশা কেরানীহাট এলাকায় আলাদা দুটি জায়গায় গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করে। দীর্ঘদিন ধরে উভয় সমিতির সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে কেরানীহাট, বান্দরবান সড়কে চলাচলকারী একটি অটোরিকশাকে যানজট সৃষ্টির দায়ে লাঠি দিয়ে আঘাত করেন সাতকানিয়া, বাঁশখালী সড়কে চলাচলকারী অটোরিকশার একজন লাইনম্যান। পরে বিষয়টি নিয়ে উভয়পক্ষের চালকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ছয়জন আহত হয়।কেরানীহাট ও বান্দরবান সড়কে চলাচলকারী অটোরিকশার চালক কালাম জানান, ‘ইচ্ছে করে সাতকানিয়া ও বাঁশখালী সড়কে চলাচলকারী অটোরিকশার চালকরা বিবাদ সৃষ্টি করে আমাদের চালকদের মারধর করেছে।’সাতকানিয়া ও বাঁশখালী সড়কে চলাচলকারী অটোরিকশা চালক সমিতির সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘সড়কের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করায় আমাদের একজন গাড়িটি সরিয়ে নেয়ার জন্য বলেছিল। এতে কেরানীহাট ও বান্দরবান সড়কে চলাচলকারী অটোরিকশার চালকরা দলবদ্ধ হয়ে আমাদের চালকদের উপর হামলা করেছেন।সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মো. খাইরুল হাসান জানান, আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালকের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো কোনো পক্ষ থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিতুমীর কলেজে আর্ট ক্লাবের চিত্র প্রদর্শনী
তিতুমীর কলেজে আর্ট ক্লাবের চিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে সরকারি তিতুমীর কলেজ আর্ট ক্লাব চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির-ছাত্রদল মুখোমুখি?
বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির-ছাত্রদল মুখোমুখি?

চট্টগ্রামে পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ কিংবা মুখোমুখি অবস্থানের খবর দিচ্ছে গণমাধ্যমগুলো। ফলে ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটা একটা Read more

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

এই ঘটনার পর বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭

ঢাকার ধামরাইয়ে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন