নওগাঁর ধামইরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন এতিমখানা ও মাদরাসার শিশু শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) দিনব্যাপী সৌদি সরকার কর্তৃক প্রদত্ত ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত উপজেলার তালতলি, রাঙ্গামাটি, আড়ানগর, চন্দ্রকোলা ও কাশিয়াডাঙ্গা বেসরকারী শিশু সদনসহ নিবন্ধিত ১৫ এতিম খানা ও হাফেজিয়া নূরানী মাদরাসায় ৬০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিতি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনছুর আলী, সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলুম নুরানী মাদরাসা ও এতিম খানার সভাপতি শরিফুল আনোয়ার, স্থানীয় গণমাধ্যমকর্মী, মাদরাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর