গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর রাতভর বিমান হামলায় অন্তত ২৭ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।বুধবার (১৯ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার ওপর ইসরাইলের অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত ৪৮,৫৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১২,০৪১ জন আহত হয়েছে। অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।এমন পরিস্থিতিতে হামাস কর্মকর্তা তাহের আল-নোনো বলেন, গাজা উপত্যকায় নতুন করে ইসরাইলি বোমাবর্ষণ সত্ত্বেও তারা আলোচনার দরজা বন্ধ করেনি। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, স্বাক্ষরিত চুক্তি থাকলে নতুন চুক্তির প্রয়োজন নেই।তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তা পেয়েই মূলত হামাসের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন, ‘ইসরাইলি বাহিনী কেবল হামাস যোদ্ধাদেরই লক্ষ্যবস্তু বানাচ্ছে’।এদিকে ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, মঙ্গলবার ইসরাইল গাজায় হামাসের সঙ্গে জানুয়ারি থেকে চলা যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং একদিনের হামলায় ৪০৪ জনের প্রাণহানি ঘটেছে।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর