কুমিল্লার মেঘনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবুল কালামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ওএমএস ডিলারশিপ দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন ভুক্তভোগী। অভিযোগকারী জামান মিয়া জানান, চলতি বছরের ২১ জানুয়ারি ওএমএস ডিলারশিপের জন্য আবেদন করেন। মাত্র দুইদিন পর আবুল কালাম তাকে ডিলারশিপ দেওয়ার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা নেন। পরে বেশি টাকার বিনিময়ে সেই ডিলারশিপ অন্যজনকে দিয়ে দেন বলে তার অভিযোগ। প্রতারণার শিকার হয়ে তিনি টাকাও ফেরত পাননি। এরপর তিনি ২৩ ফেব্রুয়ারি খাদ্যশস্য ও খাদ্য সামগ্রী ব্যবসার লাইসেন্স পুনরায় তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেন। তবে অভিযোগের পরও তাকে কেউ ডাকেনি এবং কোনো তদন্ত হয়নি বলে জানান তিনি।উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবুল কালামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংক্ষেপে বলেন, এ বিষয়ে অফিসে এসে কথা বলেন। এরপরই কলটি কেটে দেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস জানান, তার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। তবে সেটি অনেক আগের হওয়ায় তিনি বলেন, আমি খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছি এবং আপনাকে জানাচ্ছি। তবে ঘুষ নেওয়ার অভিযোগটি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে বহুতল ভবন থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু
সিলেটে বহুতল ভবন থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সিলেট নগরীর কিনব্রিজ সংলগ্ন সুরমা টাওয়ার থেকে পড়ে মো. বুরহান উদ্দিন নামে সিলেট সিটি করপোরেশনের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

এগারো ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় কী হয়েছিল?
এগারো ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় কী হয়েছিল?

অবৈধ ও প্রতারণামূলক নির্বাচন আয়োজনের অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ Read more

বিশ্বকাপের যে রেকর্ডে ধরাছোঁয়ার বাইরে সাকিব
বিশ্বকাপের যে রেকর্ডে ধরাছোঁয়ার বাইরে সাকিব

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গাটা নিয়ে সাকিবের সঙ্গে কিছুদিন লড়াই চলছিল নিউ জিল্যান্ডের টিম সাউদির। তাতে সাউদি এগিয়ে গেলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন