আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে মোহাম্মদ মানিক (৩২) নামের এক যুবকের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তারা অভিযুক্তদের বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ মানিক ও হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. রাসেল (৩৬) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল। মাদকের লেনদেন সংক্রান্ত বিষয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মো. রাসেল (৩৬), মো. নয়ন (৩২) ও অজ্ঞাত আরও ২-৩ জন যুবক মিলে মোহাম্মদ মানিককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় নিহতের জানাযা নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে বিক্ষুব্ধ জনতা মো. রাসেল ও মো. নয়নের বাড়ির দিকে রওনা দেয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ সময়ের কণ্ঠস্বর-কে জানান, “আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক হিসাবে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।”ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সময়ের কণ্ঠস্বর-কে বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো. রাসেল রাজনৈতিক সংগঠন যুবলীগের সক্রিয় কর্মী। তবে এ বিষয়ে যুবলীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে চীনা বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে
বাংলাদেশে চীনা বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে

এ সময় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার কথা তুলে ধরেন বিএসইসি চেয়ারম্যান। 

২২ মাসে পদ্মা সেতুতে ১৫০০ কোটি টাকার টোল আদায়
২২ মাসে পদ্মা সেতুতে ১৫০০ কোটি টাকার টোল আদায়

দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পদ্মা সেতু থেকে গত ২২ মাসে ১৫০০ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। রোববার Read more

নাভানা ফার্মার মুনাফা বেড়েছে ২০.২৩ শতাংশ
নাভানা ফার্মার মুনাফা বেড়েছে ২০.২৩ শতাংশ

পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৪) ও নয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন