চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ইসমাইল হক অপু। এই ইউপি চেয়ারম্যান বিস্ফোরক ও চাঁদাবাজির একাধিক মামলার এজাহারনামীয় আসামি। পুলিশের খাতায় তিনি ‘পলাতক’। অথচ পরিষদে নিয়মিত অফিস করছেন। গত সোমাবার ওই ইউনিয়ন পরিষদ জেলা প্রশাসকের পরিদর্শন উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজন করেছেন তিনি। জেলা প্রশাসক আব্দুস সামাদকে পলাতক আসামি ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এ ঘটনার কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়। পুলিশ বলছে, ইউপি চেয়ারম্যান ইসমাইল হক তিনটি মামলার আসামি এর মধ্যে একটি মামলায় জামিন নিয়েছেন। এখনও দুটি মামলায় পলাতক।  স্থানীয়দের অভিযোগ, নাচোলে এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান নিয়মিত পরিষদে আসলেও খুঁজে পাচ্ছে না পুলিশ। তাদের অভিযোগ পুলিশ কার্যত নিজের দায়িত্ব পাশ কাটিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী বিস্ফোরক মামলার আসামিকে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ করে দিচ্ছে। পুলিশ সক্রিয় থাকলে একজন পলাতক আসামি জেলা প্রশাসককে প্রকাশ্যে ফুল দেয়ার দুঃসাহস দেখাতো না।বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেছেন, বিস্ফোরক মামলার আসামিকে পুলিশ খুঁজে পাচ্ছে না, তাহলে তিনি কীভাবে প্রকাশ্যে ডিসিকে ফুল দিলেন।নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, অপু একাধিক বিস্ফোরক মামলার আসামি। তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, অফিসেও আসছেন অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। এটা বিশ্বাসযোগ্য নয়।এ বিষয়ে জানতে চাইলে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন,ইউপি চেয়ারম্যান ইসমাইল হক তিনটি মামলার আসামি এর মধ্যে একটি মামলায় জামিন নিয়েছেন। জানামতে এখনও দুটি মামলায় জামিন নেননি। গতকাল ডিসিকে ফুল দেওয়ার বিষটি জেনেছি। কিন্তু ডিসি স্যারের তো এটা জানার কথা নয়। ইউপি চেয়ারম্যান যে ডেভিল, একাধিক মামলার পলাতক আসামি ডিসি স্যারকে এটা ইউএনওর জানানো উচিত ছিল। ওসি আরো বলেন, ইউপি চেয়ারম্যান অপুকে ধরতে তার বাসায় একাধিবার রেড দেয়া হয়েছে। রাতে তিনি বাড়িতে থাকেন না। দিনের বেলায় মাঝে মধ্যে চুরি করে ইউনিয়ন পরিষদে আসেন।এ প্রসঙ্গে জানতে চাইলে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার জানান, পলাতক আসামির বিষয়ে থানা থেকে ব্যবস্থা নেয়া উচিত। আমার মনে হয়, এ বিষয়ে ওসি ভালো বলতে পারবেন। ওই ইউপি চেয়ারম্যানের নামে হওয়া মামলার তথ্য ওসি আমাদের জানালে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবো।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের বাঁধ ভাঙনে আত্রাই নদীতে পানি বৃদ্ধি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
ভারতের বাঁধ ভাঙনে আত্রাই নদীতে পানি বৃদ্ধি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায় আত্রাই নদীর বাঁধ ভাঙ্গনের কারণে ভারত হয়ে আসা পানি বাংলাদেশের আত্রাই নদীতে বাড়তে Read more

একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

নতুন ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭৫৬ কোটি Read more

মোদিকে ফোনকল পুতিনের, আসছেন ভারত সফরে
মোদিকে ফোনকল পুতিনের, আসছেন ভারত সফরে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে জম্মু ও কাশ্মিরের রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার Read more

থাকা বা যাওয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার ওপর: ভারত
থাকা বা যাওয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার ওপর: ভারত

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন নাকি অন্য দেশে চলে যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন