গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আগামীর নির্বাচন হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। যাতে জনগন সমর্থন দেয় এই সংবিধানকে সংস্কার করে কিভাবে গণতান্ত্রিক সংবিধান বানানো যায়। তাহলে এ সংস্কার কেউ বদলাতে পারবে না, কারণ জনগণের সমর্থনই সর্বোচ্চ।গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে ৬ মাসের মধ্যে সংবিধান সংস্কার শেষ করার প্রস্তাব দিয়েছি। আর সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন একই সঙ্গে সরকার গঠনেরও নির্বাচন। নির্বাচনের পর প্রথম থেকেই সরকার গঠন ও সংবিধান সংস্কারের কাজ শুরু হবে। এই তিনটা গুরুত্বপূর্ণ দাবি আদায়ে আমরা সবাইকে নিয়ে আগামী দিনে লড়াই করবো।মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডের একটি মিলনায়তনে জেলা গণসংহতি আন্দোলনের ‘নির্বাচনের জন্য সংস্কার-সংস্কারের জন্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এরপর তিনি উপস্থিত ব্যক্তিদের নিয়ে ইফতারে অংশ নেন।জোনায়েদ সাকি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের অংশীজন ছাত্র-শিক্ষক, শ্রমজীবী, রাজনৈতিক দলসহ সবাই। তাই সবাই মিলে আমরা একটি সম্মিলিত জায়গায় আসতে পারি সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। কেউ কেউ যদি বিষয়টিকে এককভাবে নিয়ন্ত্রণ করতে যায় তাহলে সে সংকটের জন্ম দিবে, আমাদের ফাঁদে ফেলেবে।এ বিষয়টি আমরা ৫ আগস্টের পর থেকে আমরা বারবার বলছি ন্যূনতম জাতীয় ঐক্যমত গড়ে তুলুন। পার্থক্য আছে বলে আমাদের ঐক্যটা দরকার। এই অভ্যুত্থানে মানুষের আঙ্খাক্ষা নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তার জন্য একটি গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্র বিনির্মাণ আমরা কিভাবে করবো? তাই এখানে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ।এসময় অন্তর্বর্তী সরকারের কাছে সংবিধানের সংক্ষিপ্ত সংস্কার শেষে আগামীর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের আহ্বান জানায় অন্যান্য বক্তারা। জনগণের ভোটে নির্বাচিত আগামীর সংসদ শুধু সংবিধান নয় সামগ্রিক সংস্কার করবে বলে জানান তারা।বরিশাল জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলী সদস্য বাচ্চু ভূইয়া, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড। সভা পরিচালনা করেছেন, সংগঠনের জেলা শাখার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ ও সদস্য হাসিব আহমেদ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাসকিনের বিকল্প হাসান মাহমুদ
তাসকিনের বিকল্প হাসান মাহমুদ

মাংশপেশির চোটে শঙ্কায় তাসকিন আহমেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। একদিন বাদেই বিশ্বকাপ খেলেতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল।

ম্যাংগো বেকড ইয়োগার্ড
ম্যাংগো বেকড ইয়োগার্ড

অল্প কয়েকটি উপকরণ দিয়ে ম্যাংগো বেকড ইয়োগার্ড বানিয়ে ফেলতে পারেন। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নাদিয়া নাতাশা।

কোটা আন্দোলনে সহিংসতায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তে অস্ট্রেলিয়ার আহ্বান
কোটা আন্দোলনে সহিংসতায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তে অস্ট্রেলিয়ার আহ্বান

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় হতাহতের ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশন Read more

বিপিসির ৯ বছরে মুনাফা ৫৭ হাজার ৩৮৮ কোটি টাকা
বিপিসির ৯ বছরে মুনাফা ৫৭ হাজার ৩৮৮ কোটি টাকা

জ্বালানি তেল বিক্রি করে ৯ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) গত ৯ বছরে মুনাফা করেছে ৫৭ হাজার ৩৮৭ কোটি ৬৮ Read more

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন নির্বাচন কমিশনের, পদত্যাগের আভাস
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন নির্বাচন কমিশনের, পদত্যাগের আভাস

গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় বৃহস্পতিবার কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন পদত্যাগের প্রস্তুতি নিয়েছে বলে বিবিসি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন