রাজশাহীর তানোর উপজেলায় প্রকাশ্যে দিনের আলোয় এক কলেজছাত্রীকে দোকানে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের পথে এমন ঘটনা ঘটায় ছাত্রীরা আরও আতঙ্কিত হয়ে পড়েছে। ঘটনাটি শুধু একটি মামলার বিষয় নয়, এটি সমাজের নারীদের নিরাপত্তা ও বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়েও বড় প্রশ্ন তুলেছে। অনেক অভিভাবক মেয়েদের একা বাইরে যেতে দিতে ভয় পাচ্ছেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় নারীদের জন্য নিরাপদ পরিবেশ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।১৮ বছর বয়সী ওই কলেজছাত্রী গত রোববার (১৬ মার্চ) বিকেলে তার শিক্ষকের বাসায় গাইড নিতে যাচ্ছিলেন। পথে চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের মুদি দোকানি ইকবাল হোসেন তাকে দোকানে ডাকেন। পূর্বপরিচিত হওয়ায় তিনি দোকানে গেলে চা দোকানি আবদুল মালেক শাটার নামিয়ে দেন। এরপর মুদি দোকানি ইকবাল তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।সন্ধ্যার দিকে অভিযুক্তরা ওই ছাত্রীকে দোকান থেকে বের করে দিলে বিষয়টি জানাজানি হয়। পরে ইকবালের বাবা আনছার আলী উল্টো ভুক্তভোগীকে দোষারোপ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন।সোমবার রাতে ভুক্তভোগীর বাবা তানোর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামিরা হলেন ইকবাল হোসেন (২৮), তার বাবা আনছার আলী (৬৫) এবং চা দোকানি আবদুল মালেক (৬০)।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মঙ্গলবার সকালে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।নারী অধিকারকর্মী রোকসানা পারভীন বলেন, প্রতিটি গ্রামে ও বাজার এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে। সেই সঙ্গে ধর্ষণের ঘটনার দ্রুত তদন্ত ও শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে ব্যাংকের নিরাপত্তায় যে ধরনের ব্যবস্থা রাখতে হয়
বাংলাদেশে ব্যাংকের নিরাপত্তায় যে ধরনের ব্যবস্থা রাখতে হয়

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের টাকার ভল্টে একটা অ্যালার্ম সিস্টেম থাকতে হবে। অর্থাৎ ভল্টে এমন একটা ডিভাইস থাকবে যাতে Read more

জামায়াতের ভূমিকা এখনো দেশদ্রোহিতামূলক: গণপূর্ত মন্ত্রী
জামায়াতের ভূমিকা এখনো দেশদ্রোহিতামূলক: গণপূর্ত মন্ত্রী

আমি যদি স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে আমি নিজেকে কখনোই রাজাকার হিসেবে পরিচয় দিতে পারি না।

স্বেচ্ছায় অবসরে যেতে ডিএসসিসির প্রধান প্রকৌশলীর আবেদন
স্বেচ্ছায় অবসরে যেতে ডিএসসিসির প্রধান প্রকৌশলীর আবেদন

কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান। 

একসময় চট্টগ্রাম বন্দর অন্য দেশে কার্যক্রম পরিচালনা করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একসময় চট্টগ্রাম বন্দর অন্য দেশে কার্যক্রম পরিচালনা করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

‘চট্টগ্রাম বন্দর গত ১৫ বছরে আন্তর্জাতিক বন্দরের সক্ষমতা অর্জন করেছে। মংলা বন্দরের আপগ্রেডেশন হচ্ছে।’

নয়াদিল্লি: কিছুটা কাছের হলো
নয়াদিল্লি: কিছুটা কাছের হলো

এবার ফাউন্ডেশন অব সার্ক সাহিত্য সম্মেলন আয়োজিত ৬৪তম উৎসব এটি। ৩-৬ ডিসেম্বর ২০২৩, চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন