আশরাফুল হোসেন আলম নামে (হিরো আলমের) ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এখন সে আইডিতে নোংড়া ছবি ও বিভিন্ন লেখাও পোস্ট করেছে হ্যাকাররা।আজ দুপুর ০৩.০৯ মিনিটে ‘সময়ের কন্ঠস্বরে ফোন করে হিরো আলম এ তথ্য জানান।এ প্রসঙ্গে হিরো আলম আরও বলেন, ‘আমার বাবা খুবই অসুস্থ। আমি বাবাকে নিয়ে হাসপাতালে আছি। আজ আমার বাবার টিউমার অপারেশন। আর এই সময়ে আমার আইডি হ্যাক করে আমাকে ছোট করতে নোংড়া ছবি ও লেখা পোষ্ট করা হচ্ছে।এফএস
Source: সময়ের কন্ঠস্বর