গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে ফুয়াং ফুড লিমিটেড-এর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর টহল দল, শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।অবরোধ প্রত্যাহারের পর শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন না পাওয়ায় তারা চরম সংকটে রয়েছেন। বেতন না থাকায় ঘরভাড়া পরিশোধ করতে পারছেন না, বাড়িওয়ালারা ভাড়া দিতে চাপ দিচ্ছেন। এছাড়া, দোকানদাররাও বাকিতে কোনো পণ্য দিচ্ছেন না।নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, “আমরা মাত্র ৮ হাজার টাকা বেতনে কাজ করি। ১০-১৫ বছর চাকরির পর অবসর নিলে কোনো ক্ষতিপূরণ বা প্রাপ্য সুবিধা দেওয়া হয় না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।গাজীপুর-২ শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ হস্তক্ষেপে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামীকাল বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে, বলে জানান তিনি।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সবার কর্মফলের যোগফলই হবে মন্ত্রণালয়ের সুনাম’
‘সবার কর্মফলের যোগফলই হবে মন্ত্রণালয়ের সুনাম’

মন্ত্রণালয়ের সব দপ্তরের কর্মফলের যোগফলই হবে মন্ত্রণালয়ের সুনাম বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

‘যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী’ 
‘যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী’ 

অ্যামাজন, বোয়িং, শেভরন, কোক, টেলকোসহ যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু৷ 

কোপাকে সামনে রেখে আর্জেন্টিনার ২৯ সদস্যের দল ঘোষণা
কোপাকে সামনে রেখে আর্জেন্টিনার ২৯ সদস্যের দল ঘোষণা

সামনেই কোপা আমেরিকা। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিবে আর্জেন্টিনা। তার আগে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে Read more

সাভারে মহাসড়কে যানজট নেই, তবে ধীরগতি 
সাভারে মহাসড়কে যানজট নেই, তবে ধীরগতি 

ঢাকার সাভারের তিন মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ঢাকা থেকে বিভিন্ন জেলার দিকে যাওয়ার সড়কে পরিবহনের চাপ রয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন