ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। গাজা সরকারি মিডিয়া অফিসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। মিডিয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বোমা হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।এর আগে একটি চিকিৎসা সূ্ত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছিল, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৭৮ জন উপত্যাকার দক্ষিণাঞ্চলের।আলজাজিরার সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ইসরাইলি বিমান হামলায় অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইসরাইলের সবচেয়ে বড় হামলা।এদিকে আলজাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন, গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলার ফলে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলের আল-দারাজ পাড়া শহরে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আল-তাবি’ইন স্কুলে ইসরাইলি যুদ্ধবিমান ও বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।এছাড়াও দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর ইসরাইলি হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রভিদের মতে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরাইল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে।ছয় সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে ইসরাইল প্রবেশ করতে অস্বীকৃতি জানানোর পর ইসরাইল এবং হামাস মধ্যস্থতামূলক আলোচনা শুরু করেছিল।এছাড়া ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে। তারা বলেছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে (ইসরাইলি সামরিক বাহিনী) এবং শিন বেইট গাজা উপত্যকা জুড়ে সন্ত্রাসী সংগঠন হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে আক্রমণ করছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা থেকে কলকাতা – বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকায় তুমুল বৃষ্টিপাত
ঢাকা থেকে কলকাতা – বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকায় তুমুল বৃষ্টিপাত

আবহাওয়া অফিস জানিয়েছে, এই ভোগান্তি আজ সারাদিন চলবে। অর্থাৎ, আগামী ২৪ ঘণ্টা ঢাকাসহ সারাদেশে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এক্ষেত্রে এটি Read more

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ডিএসইর অভিনন্দন
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ডিএসইর অভিনন্দন

প্রধান উপদেষ্টা হিসেবে বরেণ্য অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন দেশের Read more

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো প্রতিশোধমূলক হামলায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো প্রতিশোধমূলক হামলায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র

যে হামলায় ইসরায়েলের দিকে যখন একযোগে প্রায় ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে আসছিল সে তুমুল উত্তেজনার মাঝেই মি. বাইডেন এবং মি. Read more

ফুলগাজীতে জাল ভোট দিতে গিয়ে আটক ১১, ব্যালট জব্দ 
ফুলগাজীতে জাল ভোট দিতে গিয়ে আটক ১১, ব্যালট জব্দ 

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন