সূর্য পশ্চিমাকাশে গড়িয়ে পড়ছে, আকাশজুড়ে সোনালি আভা। ধীরে ধীরে সন্ধ্যার ছোঁয়ায় গাঢ় হতে থাকা এই সময়ের অপেক্ষায় আছে তিন হাজার রোজাদার। শিবচরের প্রাচীন ও ঐতিহ্যবাহী জামিয়া দারুল উলুম হক্কানিয়া মাদ্রাসা যেন এক শান্ত-সমাহিত বন্দরে পরিণত হয়েছে, যেখানে শুধু খাবার নয়-বিতরণ করা হচ্ছে ভালোবাসা, সংযম আর ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সোমবার (১৭ মার্চ) প্রতিবছরের মতো এবারও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে বসেছে এই মহতী ইফতারের আয়োজন। মাদ্রাসার ছাত্রদের হাতের ছোঁয়ায় দীর্ঘ চাদরের ওপর পরিপাটি করে সাজানো হয়েছে খিচুড়ির প্লেট, পাশে টকটকে লাল তরমুজ, শশা, খেজুর আর এক বোতল বিশুদ্ধ পানি। ব্যস্ততা যেন এক আনন্দের পূর্ণতা পেয়েছে, যখন মাইকে ধ্বনিত হচ্ছে জিকিরের সুর, রোজাদারদের হৃদয়ে ছড়িয়ে দিচ্ছে প্রশান্তির স্পন্দন।স্থানীয় মুসাফির, পথচারী, মাদ্রাসার ছাত্র-শিক্ষক থেকে শুরু করে নানা শ্রেণিপেশার মানুষ এখানে এসে বসেন এক কাতারে। কেউ কাউকে চেনে না, কিন্তু রোজার সেতুবন্ধনে সবাই এক সুতোয় গাঁথা। প্রতিষ্ঠাতা মরহুম আজহারুল হক ফরিদীর হাত ধরে ১৯৭৭ সালে যে শিক্ষা প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করেছিল, আজ তার উত্তরসূরি মঈনুল করিম ফরিদী বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন, আগলে রেখেছেন সেই ঐতিহ্যকে।ইফতারে অংশ নিতে আসা মান্নান শেখের চোখে আনন্দের ঝিলিক—”প্রতি বছরই আসি, এখানকার ইফতার শুধুই খাবার নয়, আত্মার প্রশান্তি এনে দেয়।”মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু তাহের বলেন, “রমজান মানে শুধু সংযম নয়, মানুষের মাঝে ভালোবাসার বন্ধনও। আমাদের এ আয়োজন সেই ভালোবাসারই অংশ।”সময়ের কণ্ঠস্বরকে মাদ্রাসার মুহতামিম মঈনুল হক ফরিদী বলেন, “আমার বাবা যে আদর্শ রেখে গেছেন, তা ধরে রাখা আমাদের দায়িত্ব। প্রতিবছর ৩ থেকে ৫ হাজার রোজাদারের জন্য আমরা এই আয়োজন করি, ইনশাআল্লাহ, এটা চিরকাল চলবে।”সূর্য ডুবতে বসেছে, আকাশে আজানের সুর ধ্বনিত হচ্ছে, আর হাতে হাত রেখে সবাই মুখে তুলছে প্রথম খেজুর। এ শুধু ইফতার নয়, এক মহৎ আত্মার সম্মিলন, মানবতার এক উজ্জ্বল ছবি!এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সংখ্যালঘু নির্যাতন’ ও মাহফুজ আলমের পোস্ট নিয়ে বাংলাদেশ প্রসঙ্গে যা বলল ভারত
‘সংখ্যালঘু নির্যাতন’ ও মাহফুজ আলমের পোস্ট নিয়ে বাংলাদেশ প্রসঙ্গে যা বলল ভারত

মাহফুজ আলমের মুছে ফেলা পোস্ট আর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক পরিসংখ্যান পেশ- একই দিনে দুটি মন্তব্য করেছে ভারত। বাংলাদেশের Read more

‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী
‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী

মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভীর একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৭ সালে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলীগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। Read more

বোমার ভয়ের চেয়েও ক্ষুধায় কাতর গাজাবাসী
বোমার ভয়ের চেয়েও ক্ষুধায় কাতর গাজাবাসী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মানবিক সংকট। এমন পরিস্থিতিতে  গাজায় ফিলিস্তিনি Read more

সরকারি কর্মচারীদের বিনিয়োগের খবরে পুঁজিবাজারে বড় উত্থান
সরকারি কর্মচারীদের বিনিয়োগের খবরে পুঁজিবাজারে বড় উত্থান

বাংলাদেশের পুঁজিবাজারে সরকারি কর্মচারীদের বিনিয়োগের অনুমতি দিতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন