রাজবাড়ী গোয়ালন্দে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) অসহায় গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ লক্ষধিক টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (১৭ মার্চ) দুপুরে ভুক্তভোগী সাইদুল ইসলাম এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়া এলাকায় একটি বাসা থেকে তারা গত কয়েক দিন ধরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে নিজেদের  ঊষার আলো ফাউন্ডেশনের গোয়ালন্দ শাখার পরিচয়ে বানানো ভিজিটিং কার্ড দিয়ে প্রলোভন দেখিয়ে গ্রাহকদেরকে সঙ্গে সখ্যতা তৈরি করে। এরপর ২বছর মেয়াদী ঋণ বিতরণ করার কথা বলে। কিন্তু শর্ত দেয় প্রতি এক লক্ষ টাকা ঋণের জন্য ১০ হাজার টাকা সঞ্চয় জমা দিতে হবে। এসব শর্তে রাজি হয়ে অসহায় অনেকেই ঋণ নিতে সঞ্চয়ের টাকা জমা দেন। আর এই অসহায় মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গ্রাহককে ঋণ না দিয়েই প্রতারকেরা পালিয়েছে।এ বিষয়ে ভুক্তভোগী সাইদুল ইসলাম জানান,  উজানচর জামতলা বাজারে আমার রিক্সার পাঁচপাতির দোকান। এই সংস্থার ম্যানেজারসহ আমার দোকানে গিয়ে ঋণ দেয়ার কথা বলে। তখন তাদের কাছে আমি ১০ লক্ষ টাকা ঋণ চাই। আমি তাদের অফিসে আসলে তারা আমাকে ৮ লক্ষ টাকা ঋণ দেয়ার কথা বলে। এর জন্য তারা আমাকে ৮০ হাজার টাকা সঞ্চয় ও বীমার জন্য পাঁচ হাজার টাকা জমা দেয়ার কথা বলে। আমি তাদের অফিসে এসে ৭৫ হাজার ৫শ টাকা জমা দেই। তারা ১৭ই মার্চ সোমবার বেলা বারোটার দিকে আমাকে ঋণ দেয়ার কথা বলে। আজ সোমবার ঋণ নেয়ার জন্য তাদের অফিসে আসলে দেখি তাদের অফিস তালা মারা এবং ফোন নাম্বার বন্ধ।ভুক্তভোগী কামরুল ইসলাম জানান, আমার দোকান খানখানাপুর বাজারে আমি কসমেটিকের দোকান করি। গত দুইদিন পূর্বে আমার দোকানে গিয়ে দুটি লোক ভিজিটিং কার্ড দেয় এবং ঋণ দেয়ার কথা বলে। আমি ব্যবসা করি এর জন্য তাদের কাছে ১০ লক্ষ টাকা ঋণ চাই। তারা আমাকে ৭ লক্ষ টাকা ঋণ দিতে চায়‌। এই ঋণের জন্য প্রতি লাখে ১০ হাজার টাকা সঞ্চয় অগ্রিম দিতে হবে বলে জানান। যার কারনে আমার মোটরসাইকেলটি বন্ধক রেখে তাদের কাছে ৬০ হাজার টাকা দেই। আজ ঋণ নিতে এসে দেখি তাদের অফিস তালা মারা এবং তাদের দেওয়া ফোন নাম্বার বন্ধ। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।বাসার মালিক প্রান্তি সুলতানা বলেন, তারা প্রতি মাসে সাত হাজার টাকা ভাড়া দেয়ার কথা বলে গত দশ দিন ধরে আমাদের বাসাটি তিন বছরের জন্য ভাড়া নেয় এনজিওর জন্য। তারা বলেছিল দু-একদিনের মধ্যে আমাদের সাথে একবারে ডিট করে সকল কাগজ পত্র দিবে। আমার কাছে তাদের যে ফোন নাম্বারটি আছে তা বন্ধ পাচ্ছি।এ বিষয়ে জানতে ঊষার আলো ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার পরিচয় দেওয়া মো. রুবেল হাসানের ফোন নাম্বারে যোগাযোগ করতে গেলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন জানান, ঊষার আলো ফাউন্ডেশন নামে এনজিও প্রতিষ্ঠান গোয়ালন্দে আমাদের রেজিষ্ট্রেশনের তালিকায় নেই।গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা ক্যাম্প থেকে দুটি জি-৩ রাইফেলসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার
রোহিঙ্গা ক্যাম্প থেকে দুটি জি-৩ রাইফেলসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মোহাম্মদ ইলিয়াস নামে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ Read more

করোনার ভুয়া রিপোর্ট: সাহেদসহ পাঁচজনের বিচার শুরু
করোনার ভুয়া রিপোর্ট: সাহেদসহ পাঁচজনের বিচার শুরু

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার Read more

‘মদ না ছাড়লে কখনোই লেখক হতে পারতাম না’
‘মদ না ছাড়লে কখনোই লেখক হতে পারতাম না’

আয়ারল্যান্ডের বিখ্যাত লেখক মারিয়ান কিয়েস বলেছেন, তিন দশক আগে তিনি যদি মদপান না ছাড়তেন, তবে কখনোই লেখক হতে পারতেন না।

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গনি, সাধারণ সম্পাদক মোস্তফা
কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গনি, সাধারণ সম্পাদক মোস্তফা

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক (২০২৪-২৬) কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ মে) বিকালে কমিটির ঘোষণা দেন কেরানীগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক Read more

আবারও ট্রেন আটকে দিলেন বাকৃবি শিক্ষার্থীরা 
আবারও ট্রেন আটকে দিলেন বাকৃবি শিক্ষার্থীরা 

পঞ্চম দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন