মাদারীপুরে বাথারুমে ঘোসল করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইভা আক্তার (১৭)নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।সোমবার (১৭মার্চ) সদর উপজেলার কুনিয়া আসাপট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইভা আক্তার কুনিয়া ইউনিয়নের কামরুল খালিফার মেয়ে।পুলিশ ও পারিবারিক সুত্রে যানা যায় সন্ধার দিকে ইভা নিজ বাড়ির বাথারুমে গোসল করতে যায় এ সময় বাথারুমের দেওয়াল বৈদ্যুতিক ভাবে আরথিন হয়ে যায় সেটা ইভা বুজতে না পারায় সেখানে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে যায়।ইভা মাটিতে পরে যাওয়ার সব্দ পেয়ে ইভার মা ছাড়াতে এলে মাও বৈদ্যুতিক সর্ট খেয়ে পরে যায় পরে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ইভাকে মৃত্যু ঘোষনা করে।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকসেদুর রহমান বলেন বাথারুমে গোসল করতে গিয়ে মা মেয়ে বৈদ্যুতিক সর্ট খেলে মেয়ে ইভার মৃত্যু হয়।এফএস
Source: সময়ের কন্ঠস্বর