কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে মো. রুবেল নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনাইছড়ি কইড়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. রুবেল একই এলাকার নুরুল আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রোকন উদ্দিন।এ বিষয়ে তিনি বলেন, ‘রাত দেড়টার দিকে রুবেল বাড়ীর সামনে মোবাইলে কথা বলছিল, এমন সময় বিষাক্ত সাপ তার পায়ে দংশন করে। পরিবারের লোকজন তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহতের স্ত্রী শাহাজানা বেগম বলেন, ‘সাপের কামড়ের পর আমার স্বামীকে পেকুয়া হাসপাতালে নিলে ডাক্তাররা বলছে হাসপাতালে নাকি ইনজেকশন নাই, যদি পেকুয়াতে চিকিৎসা পেত আমার স্বামী বেঁচে যেত।’তিনি আরও বলেন, ‘আমার স্বামী সৌদি প্রবাসী, গত ১বছর আগে প্রবাস থেকে দেশে আসে, পুনরায় প্রবাসে যেতে কাগজপত্র প্রসেস সম্পূর্ণ করছিল।’এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, সাপে কাটা একজন রোগী চিকিৎসা নিতে আসে। রোগীকে পরিবারের সদস্যরা গ্রাম্য ওঝার কাছে নিয়ে যাওয়ায় হাসপাতালে আনতে বেশ সময় নিয়ে নেয়। এতে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে আইসিইউ সাপোর্ট জরুরি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।তিনি বলেন, সাপে কাটা রোগীকে বিষাক্ত সাপে দংশনের পর নির্ধারিত সময়ে এন্টিভেনম প্রয়োগ করতে হয়। পেকুয়া হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম রয়েছে। সাপে কাটা রোগীকে গ্রাম্য ওঝা বৈদ্যের কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায়
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায়

পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে নাড়ির টানে ছুটছে মানুষ। তাই সড়ক-মহাসড়কে যান চলাচলও বেড়েছে। আসন্ন ঈদুল আজহা ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু Read more

রেস্তোরাঁ চালু, কিন্তু লাইসেন্স নেউ, চার মালিকের জরিমানা
রেস্তোরাঁ চালু, কিন্তু লাইসেন্স নেউ, চার মালিকের জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বুধবার Read more

নরসিংদী কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নরসিংদী কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নরসিংদী কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন মিয়াকে কুড়িগ্রামের রৌমারী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন