শখের তোলা আশি টাকা কেজি। এই শখ পূরণ করতেই  ৬ বছর পর হেলিকপ্টারে চড়ে নিজ এলাকায় আসলেন ইতালি প্রবাসী। যা দেখতে ভীড় করনে শত শত শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। নেয়া বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।সোমবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ইতালি প্রবাসী উজ্জ্বল বেপারী ও তার পরিবারের সদস্যদের নিয়ে আকাশ থেকে হেলিকপ্টার নামে নিজগ্রামের বাড়ির মাঠে। পরে সেখানে তাদের ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী ও স্বজনরা। পরিনত হয় এক উৎসবের। মিষ্টি বিতরণ করা হয় এলাকাজুড়ে।স্বজনরা জানায়, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের কাদের বেপারীর ছেলে উজ্জ্বল লিবিয়া হয়ে ইতালি যান। পরে সেখানে গিয়ে মা-বাবা, স্ত্রীসহ পরিবারের বাকি সদস্যদের তিনি ইতালি নিয়ে যান। এরপর শখ জাগে নিজগ্রামে ফিরবেন হেলিকপ্টারে চড়ে। সেই শখ পূরণ করতেই এই আয়োজন করা হয়।তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী রাশিদুল ইসলাম বলেন, মাদ্রাসার অনেক শিক্ষার্থী ও বন্ধুরা মিলে হেলিকপ্টার দেখতে আসছি। প্রথমবারের মতো কাছাকাছি হেলিকপ্টার দেখতে পেয়ে দারুণ খুশি।হেলিকপ্টার দেখতে আসা হামিদা নামে দর্শনার্থী বলেন, হেলিকপ্টার এর আগে আকাশে উড়তে দেখেছি। কিন্তু এতো কাছ থেকে কখনই দেখিনি। খুব ভাল লাগছে। হেলিকো এভিয়েশনের মাধ্যমে উজ্জ্বল এলাকায় হেলিকপ্টারে চড়ে আসছে আমরা আনন্দিত।হেলিকো এভিয়েশনের সিনিয়র অপারেশন ম্যানেজার ফারহান আফ্রিদি রাব্বি বলেন, আমরা দেশের বিভিন্ন জেলায় সেবা প্রদান করছি। যাতে করে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারেন। এজন্য কোস্পানীর পক্ষ থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কর্মী ও কর্মকর্তারা। প্রতিটি এলাকায় আগেভাগে পরিদর্শণ করে দর্শনার্থীদেরও নিরাপত্তা নিশ্চিত করা হয়।স্থানীয় বাসিন্দা মনির বেপারী জানান, ভাগ্যের চাকা পরিবর্তণ করতে উজ্জ্বল ইতালি পাড়ি জমান। সেই ভাগ্যের চাকা পরিবর্তণ করেছে সে। তার পরিবারের সবাইকে তিনি ইতালি নিয়ে গেছেন। মা-বাবার ইচ্ছা পূরণ ও নিজের শখ পূরণ করতেই হেলিকপ্টারে আসেন উজ্জ্বল। তার মত সন্তান প্রতিটি ঘরে হলে ঘর আলোকিত হবে।ইতালি প্রবাসী উজ্জ্বল বেপারী বলেন, দীর্ঘদিন ধরে ইতালি থাকি। পরিবারের সদস্যদেরও বৈধভাবে ইতালি নিয়ে যাই। এলাকাবাসীর চাওয়া অনুযায়ী ও নিজের শখ পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে গ্রামেরবাড়িতে ফিরেছি। খুব আনন্দ লাগছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে দুই সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
ময়মনসিংহে দুই সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুই সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী। শনিবার (২৪ মে) Read more

চুনারুঘাটে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই আটক
চুনারুঘাটে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই আটক

হবিগঞ্জের চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রয়েল মিয়া (২৪) খুন হয়েছে। ঘাতক ছোট ভাই জসিম (২২)-কে মিয়াকে চুনারুঘাট পুলিশ Read more

দায়িত্ব পেলে আজই হতো ইশরাকের মেয়র পদে একমাত্র দিন!
দায়িত্ব পেলে আজই হতো ইশরাকের মেয়র পদে একমাত্র দিন!

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকার দুই সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন