চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাদ্যশিল্প এলাকায়, নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই অঞ্চলে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও যথাযথ স্বাস্থ্যবিধি না মেনে খোলা রোদে শুকানোর দায়ে চারটি সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়ম উদঘাটিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।সোমবার (১৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাক্তাই এলাকার চারটি সেমাই ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান ও রানা দেব নাথ। অভিযানে মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরি, রফিক ফুড প্রোডাক্টস, মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরি ও মোস্তফা সেমাই ফ্যাক্টরিতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।অভিযানে সংশ্লিষ্ট কারখানাগুলোতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করা, উৎপাদনের সময় কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা, খোলা আকাশের নিচে রোদে সেমাই শুকানো, সংরক্ষণের অনুপযুক্ত ব্যবস্থা ও খাদ্য নিরাপত্তার ন্যূনতম মানদণ্ড অনুসরণ না করার মতো গুরুতর অপরাধ চিহ্নিত হয়। এসব কর্মকাণ্ড সরাসরি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারার লঙ্ঘন বলে গণ্য হয়।অভিযানে আইন লঙ্ঘনের দায়ে রফিক ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা, মোস্তফা সেমাই ফ্যাক্টরিকে এক লাখ টাকা, মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা এবং মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে যথাযথ স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা মান বজায় রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়।চাক্তাই এলাকা দীর্ঘদিন ধরে খাদ্য উৎপাদন ও সরবরাহের জন্য পরিচিত হলেও, সঠিক তদারকি না থাকায় কিছু প্রতিষ্ঠান নিয়মবহির্ভূত কার্যকলাপে জড়িয়ে পড়েছে। বিশেষ করে খাদ্যদ্রব্যের মানহীন উৎপাদন ও অনিয়ন্ত্রিত সংরক্ষণ ব্যবস্থা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। এ ধরনের সেমাই বাজারে এলে তা খাদ্যজনিত নানা রোগের কারণ হতে পারে, যা শিশু ও বয়স্কদের জন্য আরও ঝুঁকিপূর্ণ।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালিত হবে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়, তারা যেন খাদ্যপণ্য কেনার আগে সতর্ক থাকেন এবং মানহীন পণ্য বা স্বাস্থ্যঝুঁকির বিষয়ে অভিযোগ জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে কাশ্মিরে কেন প্রার্থী দেননি মোদি?
নির্বাচনে কাশ্মিরে কেন প্রার্থী দেননি মোদি?

ভারত শাসিত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার চার বছরেরও বেশি সময় পরে, চলতি বছর সাধারণ নির্বাচনে রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা না করার Read more

যুক্তরাষ্ট্রে দানবীয় দাবানল নিয়ন্ত্রণে আনতে মরিয়া দমকল কর্মীরা
যুক্তরাষ্ট্রে দানবীয় দাবানল নিয়ন্ত্রণে আনতে মরিয়া দমকল কর্মীরা

লুটপাট হতে পারে এই ভয়ে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে দাবানল আক্রান্ত এলাকায়। কমিউনিটিকে নিরাপদ রাখার জন্য Read more

এবার প্রেসিডেন্ট ইউনের বিপক্ষে দাঁড়ালেন দক্ষিণ কোরীয়ার শাসক দলের প্রধান
এবার প্রেসিডেন্ট ইউনের বিপক্ষে দাঁড়ালেন দক্ষিণ কোরীয়ার শাসক দলের প্রধান

দক্ষিণ কোরিয়ার শাসক দলের প্রধান সতর্ক করেছেন যে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল যদি ক্ষমতায় থাকেন, তাহলে দক্ষিণ কোরীয়রা "বড় Read more

প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি সাধারণ শিক্ষার্থী মঞ্চের
প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি সাধারণ শিক্ষার্থী মঞ্চের

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ঘিরে সংঘাত ও হতাহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন