সব আনুষ্ঠানিকতা শেষ করে সিলেটের ওসমানী বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে যখন হামজা চৌধুরী বের হলেন, তখন ইংলিশ লিগের এ তারকার অপেক্ষায় হাজার হাজার ভক্ত-সমর্থক। যাদের সামনে ছিল গণমাধ্যমের অসংখ্য ক্যামেরা তাক করা। সংবাদকর্মীদের ভীড়ও ছিল উল্লেখ করার মতো। পেছন থেকে ধেয়ে আসছিল ‘হামজা, হামজা’ স্লোগান।ভিড়ের মধ্যে শুধু হামজা বলেন, ‘দেশে ফিরে ভালো লাগছে, আমি খুব রোমাঞ্চিত। কোচ কাবরেরার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি। সে মাফিক খেলতে পারলে আশা করি আমরা ভারতকে হারাতে পারব।’এদিকে, সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী জানান,  হামজা স্থানীয় লোকজনের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। আজ সেখানে ইফতার বিতরণ করা হবে গরিবদের মধ্যে। হামজা নিজে একটি এতিমখানা চালান। সেখানে ইফতারি বিতরণ করে হামজা নিজের বাসায় আসবেন।তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামীকাল রাত ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকায় যাবেন হামজা। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের। এই ম্যাচে ভারতকে হারাবে বাংলাদেশ এমন আশা নিয়ে সমর্থকেরা বুক বেঁধেছেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগ চার নেতাকে মূল্যায়ন করেনি, এ প্রশ্ন কেন ওঠে?
আওয়ামী লীগ চার নেতাকে মূল্যায়ন করেনি, এ প্রশ্ন কেন ওঠে?

বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরও তাজউদ্দিন আহমদের মতো কয়েকজন নেতা যেন সবসময়ই আড়ালে ঢাকা পড়ে ছিলেন। Read more

গায়ানায় জিতে দক্ষিণ আফ্রিকার দশে দশ
গায়ানায় জিতে দক্ষিণ আফ্রিকার দশে দশ

আগের দিনই ফলাফল অর্ধেক নির্ধারিত হয়ে গিয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। গায়ানা টেস্টের পঞ্চম ও শেষদিনে সেটাও সেরে ফেললো দক্ষিণ আফ্রিকা।

ভারতে আল-কায়েদার সাথে জড়িত দুই বাংলাদেশি গ্রেপ্তার
ভারতে আল-কায়েদার সাথে জড়িত দুই বাংলাদেশি গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গুয়াহাটি রেলস্টেশন থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন