গাজীপুরের কাশিমপুরে আঞ্চলিক সড়কে যানবাহন চলাচলের ম্যানহোল যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার মাঝখানের ম্যানহোলের ঢাকনা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন উদাসীনতায় যেন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন যানবাহন চালকরা। যেগুলোর ঢাকনা আছে কোথাও খোলা, কোথাও উঁচু-নিচু থাকছে দিনের পর দিন।জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনে অঞ্চল-৮ এর মাঝে প্রায় ২ শতাধিক ম্যানহোল রয়েছে। যার প্রায় এক-তৃতীয়াংশ ব্যস্ততম আঞ্চলিক সড়কজুড়ে।সরেজমিন দেখা গেছে, মহানগরীর কাশিমপুরের ৩নং ওয়ার্ডের মোল্লা মার্কেট থেকে বাগানবাড়ী আঞ্চলিক সড়কে দুটি দুর্ঘটনা প্রবণ ম্যানহোল রয়েছে। এছাড়াও ২নং ওয়ার্ডের মাদারগেট থেকে লতিফপুর পর্যন্ত সড়কে ম্যানহোল উঁচু-নিচ অবস্থায় রয়েছে। ব্যস্ততম এ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। বারেন্ডা (সবুজ কানন) থেকে এনায়েতপুর হয়ে জেলখানা রোড, মিশন গেট থেকে লতিফপুর জোড়া ব্রিজ, এনায়েতপুর স্কুল মার্কেট হতে মিন্টুর বাড়ীর রোড এলাকায় ঢাকনাযুক্ত অনেক ম্যানহোল রয়েছে, যেগুলো সড়কের সমতলের নয়। এছাড়াও এনায়েতপুর সড়কেও রয়েছে অন্তত তিনটি দুর্ঘটনাপ্রবণ ম্যানহোল। কাশিমপুরের প্রতিটি সড়কেরই যেন একই চিত্র।ম্যানহোল ব্যবস্থাপনা বিষয়ে প্রধান নগর পরিকল্পনাবিদ ড. সৈয়দা সায়কা বিনতে আলম বলেন, ম্যানহোলে সিমেন্টের ঢাকনা বসানোর জন্য রাস্তায় গাড়ির চাপে ভেঙে পড়ে যায়। এজন্য মানসম্মতভাবে রাস্তার সমানে লোহার ঢাকনা স্থাপন করলে ম্যানহোলের দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকবে নগরবাসী।মোল্লা মার্কেট হতে জেলখানা রোড আঞ্চলিক সড়কের ইজিবাইকের চালক আব্দুল রাজ্জাক নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, রাস্তার মাঝে ম্যানহোল বিপজ্জনক। উঁচু-নিচু হওয়ায় অনেকেই ম্যানহোলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এটা খুবই বিপজ্জনক। কোনো ম্যানহোল নির্মাণ করার সময় সিটি কর্পোরেশনের উচিত সমতল অনুযায়ী ম্যানহোল নির্মাণ করা। তবে সবচেয়ে বিপদজনক হয় যখন বৃষ্টিতে সড়কের ওপর পানি উঠে এবং ম্যানহোলের ঢাকনা খোলা থাকে। সতর্ক থাকা সত্ত্বেও বিপদে পড়তে হয়।এসব দুর্ঘটনার বিষয়ে আরেক অটোরিকশা চালক নয়ন মিয়া বলেন, যেসব এলাকার রাস্তা দিয়ে গাড়ি চলে সেগুলোর ম্যানহোলের অবস্থা যদি এ রকম হয়, তাহলে তা চিন্তার বিষয়। ম্যানহোলগুলো অনিরাপদ থাকলে দুর্ঘটনা তো ঘটবেই।গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৫, ৬, ৭, ও ৮ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম. হারুনুর রশীদ বলেন, কোথাও যদি ম্যানহোল ভেঙে গিয়ে থাকে, তাহলে অতি দ্রুতই এগুলো সংস্কার করা হবে। এছাড়াও ম্যানহোলের ঢাকনা সমস্যা দূর করতে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চারশো বছর আগে মুঘলদের তৈরি যে নিয়ম আজ থেকে বদলে যাচ্ছে
চারশো বছর আগে মুঘলদের তৈরি যে নিয়ম আজ থেকে বদলে যাচ্ছে

মুঘল আমল থেকে বাংলা সন অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায় করা হত। ৪৪০ বছর পর বাংলাদেশ এ প্রথা বাতিল করেছে। Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দুই অটোরিকশায় সংঘর্ষ, সরকারি কর্মকর্তা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় দুই অটোরিকশায় সংঘর্ষ, সরকারি কর্মকর্তা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আবুল কালাম আজাদ ভূইয়া (৫৮) নামে একজন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।

শ্রীলঙ্কার ‘বেশি রানে’ অস্বস্তি বাংলাদেশ শিবিরে
শ্রীলঙ্কার ‘বেশি রানে’ অস্বস্তি বাংলাদেশ শিবিরে

দিন শেষের গল্পটা ভিন্ন হতে পারত। কিন্তু বাংলাদেশের মাথায় এখন ২৪৮ রানের বোঝা! শ্রীলঙ্কার করা ২৮০ রানের জবাব দিতে নেমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন