বরগুনার আলোচিত মন্টু চন্দ্র দাশ হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ন্যায্য বিচার পেতে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।নিহতের স্ত্রী শিখা রানীর হাতে নগদ সহায়তা হিসেবে এক লাখ টাকা তুলে দিয়ে বিএনপি সব সময় পরিবারটির পাশে থাকবে বলেও ঘোষণা করেন তিনি।সোমবার (১৭ মার্চ) সকালে বরগুনা পৌর শহরের কালিবাড়ি কড়ইতলায় মন্টু দাসের বাড়িতে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনিসহ দলটির একটি প্রতিনিধি দল উপস্থিত হন।এ সময় নূরুল ইসলাম মনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা মন্টু দাসের পরিবারের পাশে আছি। তারা যাতে ন্যায্য বিচার পায় আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি। সে জন্য বিনা পয়সায় আমাদের আইনজীবী দল মামলার চূড়ান্ত পর্যায় পর্যন্ত লড়াই করবে।গত ১১ মার্চ রাতে বরগুনা পৌর শহরের কালিবাড়ি স্টাফ কোয়ার্টার দীঘির দক্ষিণ পাশে ঝোপ থেকে মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের স্ত্রী অজ্ঞাতনামা আসামি করে বরগুনা সদর থানায় একটি মামলা করেন।মন্টু চন্দ্র দাস বরগুনা বাজারের একটি মুরগির দোকানে কর্মচারী ছিলেন। তার পরিবারে দেড় মাস বয়সী এক কন্যা শিশু, চার বছর বয়সী এবং বারো বছর বয়সী দুই কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে গভীর সংকটে পড়েছে মন্টু দাসের পরিবারটি।নিহত মন্টু দাসের পরিবারের দাবি, মেয়েকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ এনে মন্টু দাস বরগুনা থানায় একটি মামলা করার কারণে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় মন্টু দাসের স্ত্রী বরগুনা থানায় আরেকটি মামলা করেছেন। বরগুনা সদর থানা পুলিশের সূত্রে জানা গেছে, অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত সৃজীব চন্দ্র রায় এবং তার সহযোগী কালু ও রফিক গ্রেপ্তার হয়েছেন। তারা বর্তমানে আদালতের নির্দেশে কারাগারে আছেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৫ হাজার মানুষের পরিশ্রমে পরিচ্ছন্ন সব সিটি কর্পোরেশন: উপদেষ্টা আসিফ
৩৫ হাজার মানুষের পরিশ্রমে পরিচ্ছন্ন সব সিটি কর্পোরেশন: উপদেষ্টা আসিফ

কুরবানির ঈদে দেশের সব সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শনিবার Read more

উপস‌চিব প‌দে বঞ্চিত ১১৭ কর্মকর্তার পদোন্নতি
উপস‌চিব প‌দে বঞ্চিত ১১৭ কর্মকর্তার পদোন্নতি

আওয়ামী লীগ সরকার আমলে বঞ্চিত ১১৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হ‌য়ে‌ছে। 

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন