কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর মেট্রোরেলে কর্মবিরতি প্রত্যাহার করে টিকিট ব্যবস্থা  চালু করেছে মেট্রোরেলের কর্মীরা। এর আগে, এমআরটি পুলিশের হাতে মেট্রোরেলের ৪ কর্মী লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১৭ মার্চ) সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন তারা। তবে জনসাধারণের ভোগান্তি বিবেচনা করে রেল চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রায় দেড় ঘণ্টা টিকিট ছাড়াই ফ্রিতে গন্তব্যে যাতায়াত করেন যাত্রীরা। সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে তারা স্বাভাবিক কাজে ফিরেন। তবে, টিকিট কাউন্টার চালু করে আবারও কাউন্টার থেকে টিকিট দেয়া বন্ধ রেখেছেন আগারগাঁও স্টেশনের মেট্রোরেল কর্মীরা। যাত্রীরা ডিজিটাল টিকিট বিক্রয় মেশিন থেকে টিকিট সংগ্রহ করে মেট্রোতে চলাচল করছেন।প্রসঙ্গত, এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা করে মেট্রোরেল কর্মীরা। সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার কথা থাকলেও যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রেল চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।রোববার দিবাগত রাতে গণমাধ্যমকে নিজেদের কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেন মেট্রোরেলের একাধিক কর্মী। তার আগে ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’ এর সব কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে ৬টি দাবি জানানো হয়।কর্মীদের দাবিগুলো হচ্ছে— আগামী এক কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা ওই পুলিশ সদস্যকে (এস আই মাসুদ) স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে ও ওই ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যকে (কন্সটেবল রেজনুল, ইন্সপেক্টর রঞ্জিত) শাস্তি প্রদান করতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; মেট্রোরেল, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে; এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে; স্টেশনে দায়িত্বরত সিআরএ টিএমও, স্টেশন কন্ট্রোলারসহ অন্য সব কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে; অফিসিয়াল পরিচয় পত্র ছাড়া ও অনুমতি ব্যতি কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে এবং আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত মেট্রোরেলের সব স্টাফ কর্মবিরতি পালন করবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ীসহ গ্রেফতার ৫
ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ীসহ গ্রেফতার ৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মতিলাল গৌড় নামের এক মাদক ব্যাবসায়ী সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান Read more

রিকি পন্টিং ‘আশা দেখছেন না’, শান্ত ‘চ্যাম্পিয়ন হতে চান’- বাস্তবতা কী?
রিকি পন্টিং ‘আশা দেখছেন না’, শান্ত ‘চ্যাম্পিয়ন হতে চান’- বাস্তবতা কী?

রিকি পন্টিং কঠিন ভাষায় বলেছেন, "একদম নিজেদের মাটিতে ছাড়া বাংলাদেশ তেমন ভালো করতে পারছে না। আমার মনে হয় এই দলটা Read more

‘হিন্দু হয়েও আমাদের ২০০ বছর ধরে এই মন্দিরে পুজো দিতে দেওয়া হত না’
‘হিন্দু হয়েও আমাদের ২০০ বছর ধরে এই মন্দিরে পুজো দিতে দেওয়া হত না’

পশ্চিমবঙ্গের একটি হিন্দু মন্দিরে পুজো দিতে দেওয়া হত না দলিত সম্প্রদায়ের ১৩০টি পরিবারকে। বুধবার থেকে সেখানে তারা পুজো দেওয়ার সুযোগ Read more

‘অস্ত্র সমর্পণ করে কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান’
‘অস্ত্র সমর্পণ করে কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান’

অস্ত্র সমর্পণের মাধ্যমে কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি।

সিটি ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি 
সিটি ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি 

ব্যাংকাসুরেন্স ব্যবসার অধীনে নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি শুরু করার লক্ষ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে সিটি ব্যাংক। সম্প্রতি Read more

চট্টগ্রামে মাদক মামলায় নারীসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে মাদক মামলায় নারীসহ ৩ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে মাদক মামলায় দুই নারীসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন