প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন চীন সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আসন্ন এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান শফিকুল আলম।শফিকুল আলম বলেন, চীন সফরে ২৯ মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বক্তব্য রাখবেন। এই বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। তিনি চীনের হাইটেক পার্কও পরিদর্শন করবেন।তিনি আরও বলেন, আমরা ম্যানুফ্যাকচারিংয়ে একটি বিপ্লব ঘটাতে চাই। চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হবে। প্রধান উপদেষ্টা চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেনপ্রেস সচিব বলেন, চীনের সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্ক উন্নয়নেও কাজ করা হচ্ছে। চীন এরই মধ্যে জানিয়েছে, তারা বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল স্থাপন করবে। প্রধান উপদেষ্টা চাচ্ছেন, চীনের চেইন হাসপাতালগুলো বাংলাদেশে এসে তাদের কার্যক্রম পরিচালনা করুক এবং জয়েন্ট ভেঞ্চারে হাসপাতাল পরিচালনা করুক।প্রেস সচিব আরও বলেন, জাতিসংঘ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে। সেখানে তিনি চীনের মন্ত্রীকে বলেছিলেন, চীনের সোলার কোম্পানিগুলো যেন বাংলাদেশে বিনিয়োগ করে। দুটি কোম্পানি বাংলাদেশে তাদের অফিস ও কারখানা স্থাপন করবে। এর মধ্যে একটি কোম্পানি হলো লঙ্গি, যা বিশ্বের সেরা সোলার প্যানেল প্রস্তুতকারক। বিশ্বে যত সোলার প্যানেল তৈরি হয়, তার ৭০ শতাংশ তারা উৎপাদন করে।চীনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, এই সফরটিকে তারা খুব গুরুত্ব দিচ্ছেন এবং তারা মনে করছেন, এ সফরে বড় ধরনের অগ্রগতি হতে পারে। চীন মনে করছে, প্রধান উপদেষ্টার এই সফরটি ৫০ বছরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিজবুল্লাহ যেভাবে ইসরায়েলের উচ্চ প্রযুক্তির নজরদারি এড়াচ্ছে
হিজবুল্লাহ যেভাবে ইসরায়েলের উচ্চ প্রযুক্তির নজরদারি এড়াচ্ছে

ইসরায়েলের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি এড়াতে কোডেড বার্তা, ল্যান্ডলাইন ফোন, পেজার-এর মতো কিছু নিম্ন-প্রযুক্তি কৌশল ব্যবহার করছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ। Read more

প্যারিস অলিম্পিক উপলক্ষে গুগলের বিশেষ ‘ডুডল’
প্যারিস অলিম্পিক উপলক্ষে গুগলের বিশেষ ‘ডুডল’

ইতোমধ্যে অলিম্পিকে কয়েকটি ইভেন্টের খেলা শুরু হয়ে গেছে। তবে প্যারিস অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন আজ শুক্রবার রাত সাড়ে ১১টায়। এবারের অলিম্পিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন