পবিত্র রমাদানের আত্মশুদ্ধির অনুপ্রেরণায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে এক হৃদয়গ্রাহী দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৬ মার্চ) নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ পবিত্র অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহামেদ উজ্জ্বল ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি  এডভোকেট এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টু দেলোয়ার হোসেন সোহেল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলেম-ওলামা, রাজনীতিবিদ ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা এ আয়োজনে অংশ নেন।ইফতারের পূর্বে মাহে রমাদানের ফজিলত, আত্মসংযম, তাকওয়া অর্জন এবং দান-সদকার গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, “রমাদান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়। তাই আমাদের উচিত বেশি করে ইবাদত করা, অসহায়দের সহায়তা করা ও সংযমের চর্চা করা।প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম এ মান্নান বলেন এই নবীনগরে কোনো চাঁদাবাজি থাকবে না, এই নবীনগরে বৈষম্য থাকবে না,এই নবীনগর হবে আধুনিক উন্নয়নের রূপকার,আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি এই প্রেসক্লাবের জন্য নিজস্ব জায়গা সহ ভবন নির্মাণ করার চেষ্টা করব।এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত সকলে মহান রবের দরবারে প্রার্থনা করেন, যেন তিনি এ রমাদানের বরকতে সকলের গুনাহ মাফ করেন, রহমত ও মাগফিরাত দান করেন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করেন।এরপর এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। নবীনগর প্রেসক্লাবের সভাপতি বলেন, “রমাদান আমাদের ধৈর্য, সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আমাদের এই আয়োজনের উদ্দেশ্য—সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়া। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা এ ধরণের আয়োজন অব্যাহত রাখব।”প্রতিবছরের মতো এবারও নবীনগর প্রেসক্লাবের এই আয়োজন একটি সুন্নতপরায়ণ ও সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। এতে স্থানীয় সাংবাদিক, আলেম-ওলামা, পেশাজীবী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।নবীনগর প্রেসক্লাব ভবিষ্যতেও এমন কল্যাণকর ও ইবাদতমূলক আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীকে গলাকেটে হত্যা, পলাতক স্বামী গ্রেপ্তার
স্ত্রীকে গলাকেটে হত্যা, পলাতক স্বামী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে গলা কেটে স্ত্রী রিহানা খানমকে (২৬) হত্যার ঘটনায় প্রধান আসামি মোল্লা গোলাম কিবরিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন Read more

মার্কেন্টাইল ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
মার্কেন্টাইল ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

উগান্ডার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন মাসাবা
উগান্ডার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন মাসাবা

প্রথমবারের মতো আইসিসির কোনো বড় আসরে খেলার সুযোগ পেয়েছিল উগান্ডা।টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ব্রায়ান মাসাবা।

অনুজ-কার্তিকের ঝড়ো ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরুর লড়াকু সংগ্রহ
অনুজ-কার্তিকের ঝড়ো ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরুর লড়াকু সংগ্রহ

মাঠে গড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। প্রথম দিনে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

গোপালগঞ্জের মুকসুদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ফায়েজুল মাতুব্বর (১৭) ও হাফিজুল শেখ (১৮) নামের দুই বন্ধু নিহত হয়েছেন।

খুতবায় আ.লীগের নির্যাতন নিয়ে বয়ান, চাকরি গেলো ইমামের
খুতবায় আ.লীগের নির্যাতন নিয়ে বয়ান, চাকরি গেলো ইমামের

ফরিদপুরের সালথায় জুমার নামাজের খুতবায় আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন নিয়ে কথা বলায় মুজাহিদুল হক (৩৫) নামের এক ইমামকে চাকরি থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন